Home First Lead শনিবার দুপুর থেকে আবহাওয়া স্বাভাবিক হবে

শনিবার দুপুর থেকে আবহাওয়া স্বাভাবিক হবে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: শনিবার ২৪ অক্টোবর দুপুর থেকে আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করতে পারে। আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে বৃহস্পতিবার থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। তা শনিবার দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর আবহাওয়া স্বাভাবিক হতে পারে।

রবিবার সকাল থেকে বাতাসের গতিবেগ, বৃষ্টি এবং মেঘ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বলে ধারণা করা হচ্ছে।

বিবিসি জানিয়েছে, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে শুক্রবার বিকেলের পর থেকেই বৃষ্টি কমে আসতে পারে এবং শনিবার সেসব এলাকায় মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে।আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের ৬ নম্বর বিশেষ
বিজ্ঞপ্তিতে জানানো হয়:নিম্নচাপটি সন্ধ্যা ৬টা নাগাদ পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় দ্বীপ ও চরাঞ্চলসমূহের নিম্নাঞ্চল বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।