Home চট্টগ্রাম শপথ পাঠ করতে ঢাকায় রেজাউল

শপথ পাঠ করতে ঢাকায় রেজাউল

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: প্রায় ৫০০ নেতাকর্মীর বহর নিয়ে বাসে চড়ে ঢাকায় শপথ নিতে যাওয়ার কথা থাকলেও যানজট ও ভোগান্তি এড়াতে স্ত্রীকে নিয়ে বিমানে করে ঢাকায় গেলেন সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র এম. রেজাউল করিম চৌধুরী। 
বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বিমানে করে ঢাকায় যান তিনি।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঢাকার ওসমানি স্মৃতি মিলনায়তনে চট্টগ্রাম সিটির নতুন মেয়রকে ভ্যার্চুয়ালি শপথ পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মেয়র রেজাউল বিমানে চড়ে ঢাকায় গেলেও নেতা কর্মীরা ঢাকায় যাচ্ছেন ‘যে যার মত করে’। সেই যাত্রায় নবনির্বাচিত ৪০ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত (নারী) কাউন্সিলরও আছেন। 
শপথ গ্রহণের পরে সেখান থেকে নেতাকর্মীদের নিয়ে নবনির্বাচিত মেয়র রেজাউল করিম যাবেন ৩২ নম্বরের ধানমন্ডিতে। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। ওই দিন দুপুর ১ টায় জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন নতুন মেয়র। পরের দিন ১২ ফেব্রুয়ারি মেয়রের এই বহরটি রওনা দেবে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থান টুঙ্গি পাড়ায়। সেখানে বঙ্গবন্ধুর কবর জেয়ারত ও শ্রদ্ধা জানানো শেষে রওনা দেবেন চট্টগ্রামের উদ্দেশ্যে। সকল আনুষ্ঠিকতা শেষে ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে রেজাউল করিমের। 
চট্টগ্রামে এসে ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় চট্টগ্রামের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে মেয়র সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন। এরপর দুপুর ১টায় টাইগারপাসস্থ সিটি কর্পোরেশনের কার্যালয়ে গিয়ে মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন রেজাউল করিম চৌধুরী। এসময় নবনির্বচিত ওয়ার্ড কাউন্সিলররা ওয়ার্ডের কার্যালয় থেকে দাপ্তরিক কাজ শুরু করবেন।
২৭ জানুয়ারি ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী। পরে ৩১ জানুয়ারি নির্বাচিত মেয়রসহ ৫৫ জন নির্বাচিত প্রার্থীদের নাম-ঠিকানা সম্বলিত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এবারই প্রথম আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী মিলে আওয়ামী লীগের ৫৪ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।