বিজনেসটুডে২৪ প্রতিনিধি
সিলেট: আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভিসি ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে তারা ২৭ দিন আন্দোলনের পর এই ঘোষণা দেন তারা।
শিক্ষামন্ত্রী দীপু মনি আন্দোলনরত শিক্ষার্থী ও ভিসি ফরিদ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকের পরদিন আন্দোলন প্রত্যাহারের ঘোষণা এলো। শনিবার বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে সংবাদ সম্মেলন করে আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়েছে।
তারা জানান, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আমাদের সকল দাবি মেনে নিয়ে বাস্তবায়নের আশ্বাস দেওয়ায় তার প্রতি পূর্ণ আস্থা রেখে আমরা আমাদের আন্দোলন আপাতত প্রত্যাহার করে নিলাম এবং আমাদের দাবি পূরণের অপেক্ষায় থাকলাম।’
আগামীকাল রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশে ক্লাস-পরীক্ষায় সবাইকে অংশ নেয়ার কথা জানান তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা আরও জানান, আমাদের প্রথম দাবি ছিল উপাচার্য ফরিদ উদ্দিনের পদত্যাগ। শিক্ষামন্ত্রী এই বিষয়টি আচার্যের কাছে উপস্থাপন করবেন বলে জানিয়েছেন। আমরা আশা করছি, আচার্য মহোদয় আমাদের শিক্ষার মান ও পরিবেশ নিশ্চিত করতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন।
শিক্ষার্থীদের ওপর মামলার বিষয়ে তারা জানান, মামলার বিষয়টি শিক্ষামন্ত্রীকে অবগত করা হয়েছে, তিনি মামলা দুটি অতি দ্রুত প্রত্যাহারের ব্যবস্থা করা হবে জানিয়েছেন।
১৩ জানুয়ারি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগ তুলে তার পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন ছাত্রীরা।