Home Second Lead পেটের সঙ্গে ৮২ স্বর্ণের বার

পেটের সঙ্গে ৮২ স্বর্ণের বার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে ৯ কেজি ৫৯ গ্রাম ওজনের আনুমানিক ৫ কোটি ৭৪ লাখ টাকা মূল্যের ৮২টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমসের একটি দল।

কভিড-১৯ মহামারি কাটিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরুর পর বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার দিকে এই প্রথম বড় ধরনের সোনা চোরাচালান ধরে দলটি।

আটক যাত্রীর নাম এনামুল কবিরের (৩৫)। তার গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়ায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে চট্টগ্রাম আসেন তিনি।

বিমানবন্দর সূত্র জানায়, এনামুল নেমে ইমিগ্রেশন অতিক্রম করার পরই তার দেহ তল্লাশি করে শার্টের নিচে পেটের সঙ্গে বাঁধা স্বর্ণের বারগুলো পাওয়া যায়। কালো ট্যাপে বিশেষভাবে মোড়ানো চারটি প্যাকটে একে একে ৮২টি অবৈধ সোনার বার ছিলো। ২৪ ক্যারেটের বারগুলোর ওজন ৯ কেজি ৫৯ গ্রাম এবং বাজারমূল্য ৫ কোটি ৭৪ লাখ টাকা।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রোকসানা খাতুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত যাত্রী বিমানবন্দরে নামার পর পরই আমরা চ্যালেঞ্জ করি এবং তল্লাশি চালিয়ে ৮২টি অবৈধ সোনার বার উদ্ধার করি। তার বিরুদ্ধে কাস্টমস আইনে পদক্ষেপ নেওয়া হচ্ছে।