মাসুদ লস্কর, হবিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশণ (বিএফআইডিসি)’র শাহজীবাজার রাবার বাগানের প্রায় সব গাছ জীবনচক্র হারিয়েছে অনেক আগে। প্রয়োজন দ্রুত প্ল্যান্টেশন। কিন্তু তা কখন হবে সেটা অনিশ্চিত।
বাগান সংশ্লিষ্টরা জানালেন, উৎপাদন এখন একেবারে শেষ পর্যায়ে নেমে এসেছে।নতুন প্ল্যান্টেশন না হলে কয়েক বছরের মধ্যে সেটাও বন্ধ হয়ে যাবে।
বিএফআইডিসি হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার বাগানটি গড়ে তোলে ১৯৮০ সালের শেষদিকে। প্রায় ২১০০ হেক্টরে আড়াই লাখের বেশি গাছ লাগানো হয়েছিল। রাবার গাছের আয়ুষ্কাল ২৫ বছর ধরা হয়। সেই হিসেবে বহুবছর আগে শেষ হয়ে গেছে এগুলোর জীবনচক্র। কিন্তু সময় মত নতুন করে গাছ লাগানো হয়নি। ফলে উৎপাদন কমে গেছে। সাধারণত গাছ লাগানোর ৪ বছর পর কষ আহরণ শুরু হয়।
অনুসন্ধানে জানা যায়, জীবনচক্র হারিয়ে যাওয়া গাছগুলো কেটে ট্রিটমেন্টের জন্য পাঠাতে হয় শ্রীমঙ্গলে অবস্থিত প্রেশার ট্রিটমেন্ট প্ল্যান্ট( পিটিপি) এ। সেখানে গাছের কিছু অংশ পরিত্যক্ত হয়, যা আবার বাগানে জ্বালানি হিসেবে ব্যবহার হয়। আর বাকিটা আসবাবপত্র তৈরির উপযোগী করা হয়। কিন্তু শ্রীমঙ্গলের পিটিপি’তে প্রচুর চাপ। সক্ষমতা কম। তারা শাহজীবাজারের গাছ ট্রিটমেন্টের সুযোগ করতে পারছে না। আর এতে বিপাকে পড়ে গেছে শাহজীবাজারে প্ল্যান্টেশন। বিদ্যমান গাছসমূহের কারণে খালি করা যাচ্ছে না।
এ প্রসঙ্গে শাহজীবাজারের বাগান ব্যবস্থাপক মো. জুলফিকার আলী বিজনেসটুডে২৪ কে বললেন যে শ্রীমঙ্গল পিটিপি’র সক্ষমতা বৃদ্ধি করা হলেই সুরাহা হবে সংকটের। বাগান খালি করে নতুন গাছ লাগানো যেতো। আরও জানান, নতুন প্লান্টেশনের জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। ৪০ একরে নার্সারিতে চারা রয়েছে।
জানা যায়, শাহজীবাজার বাগানে গাছের জীবনচক্র শেষ হয়ে যাওয়ায় রাবার উৎপাদন কমে গেলেও ব্যয় কমেনি। কারণ, এখানে স্থায়ী শ্রমিকের সংখ্যা বেশি, যা অন্যান্য বাগানের ক্ষেত্রে নয়। অন্য বাগানে বেশি সংখ্যক শ্রমিকই অস্থায়ী। অবশ্য বাগান ব্যবস্থাপক বললেন ভিন্ন কথা। তিনি জানান, পার্মানেন্ট শ্রমিক কোন সমস্যা নয়। কারণ রাবার বাগানে শ্রমিক বেশি হলে উৎপাদনও বেশি হয়। সমস্যা হলো নতুন প্ল্যান্টেশন না হওয়ায় উৎপাদন কমে যাওয়া।
নতুন প্ল্যান্টেশন না হওয়া নিয়ে অসন্তোষ রয়েছে শ্রমিকদেরও।আবদুল হাই, রমিজ, শফিক, কালুরা বললেন, নতুন গাছ না লাগিয়ে কেবল আমাদের ওপর চাপ বাড়তি উৎপাদনের।তা আমাদের ওপর অন্যায়।বুড়া গাছে কিভাবে কষ বাড়বে?