বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: এক মাস একদিন পর আবার শিক্ষাঙ্গনগুলো ছাত্র-ছাত্রীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে আজ মঙ্গলবার থেকে। প্রাথমিক বিদ্যালয়ছাড়া সব শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। করোনা পরিস্থিতিতে এক মাস বন্ধ ছিল সব শিক্ষা প্রতিষ্ঠান।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, মাধ্যমিক বিদ্যালয়ের যেসব শিক্ষার্থী করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছে, তারাই কেবল সশরীরে ক্লাস করতে পারবে। যারা করোনার দ্বিতীয় ডোজ নিতে পারেনি, তারা আপাতত অনলাইনে ক্লাস করবে।প্রাথমিক বিদ্যালয়সমূহ খুলবে ২ মার্চ।
সকাল থেকেই দেখা গেছে শিক্ষাপ্রতিষ্ঠানের গেটের সামনে শিক্ষার্থী-অভিভাবকদের ভিড়। খোলার আগেই অনেকে স্কুলের ফটকের সামনে হাজির হয়েছেন। এ সময় অভিভাবক ও শিক্ষার্থীদের নিজেদের মধ্যে কুশল বিনিয়ম করতে দেখা গেছে।
শিক্ষা-প্রতিষ্ঠান খোলার ব্যাপারে ২০ দফা নির্দেশনা জারি করেছে মাউশি।
- নির্দেশনাগুলো হল- যেসব শিক্ষার্থী করোনার টিকার দ্বিতীয় ডোজ নিয়েছে, সশরীর শ্রেণি কার্যক্রমে শুধু তাদেরই অংশ নেওয়া।
- শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপথে সব শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকের শরীরের তাপমাত্রা পর্যবেক্ষণের ব্যবস্থা করা।
- পরিস্থিতি বিবেচনায় অনলাইন বা ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে পাঠদান এবং অ্যাসাইনমেন্ট কার্যক্রম অব্যাহত রাখা।
- শিক্ষার্থীদের ক্লাসের সূচি আগের নির্দেশনা মেনে প্রণয়ন করা।
- ভিড় এড়াতে প্রতিষ্ঠানের সব ঢোকা ও বের হওয়ার পথ ব্যবহারের ব্যবস্থা করা এবং
- প্রতিষ্ঠান খোলার প্রথম দিন শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশে শ্রেণি কার্যক্রমে স্বাগত জানানোর ব্যবস্থা করা ইত্যাদি।