Home Second Lead শিপিং ভোটে আস্থা সম্মিলিত পরিষদে

শিপিং ভোটে আস্থা সম্মিলিত পরিষদে

অর্ডিনারিতে ১৬ পদের ১৪টিতে বিজয়ী সম্মিলিত পরিষদ, দু’টিতে শাহেদ সরওয়ার প্যানেল।

ভোট গণনা চলছে এসোসিয়েটে

 বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম:  রবিবার ( ৪ এপ্রিল ) অনুষ্ঠিত বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন ( বিএসএএ ) নির্বাচনে গতবারের পরাজয়ের প্রতিশোধ নিলেন সম্মিলিত পরিষদ প্যানেল প্রধান সৈয়দ মোহাম্মদ আরিফ। আগেরবার নির্বাচনে এসোসিয়েট ক্যাটেগরিতে ৮ পরিচালক পদের সবক’টিতে জয়লাভ করেন। কিন্তু অর্ডিনারি ক্যাটেগরির ১৬ পরিচালক পদের সবগুলো হাতছাড়া হয়ে যায়। অধিকাংশ পদে জিতে পরিচালনা পর্ষদ গঠন করেন শাহেদ সরওয়ার সমর্থিত প্যানেল। সেই পরাজয়ের প্রতিশোধ কড়ায় গণ্ডায় নিলেন সৈয়দ আরিফ।

বিএসএএ ভাইস-চেয়ারম্যান ও সম্মিলিত পরিষদ থেকে প্রার্থী সফিকুল আলম ( জুয়েল ) জানান, সম্মিলিত পরিষদ ১৬ পরিচালক পদের ১৪ টিতে জয়ী হয়েছেন। এসোসিয়েট ক্যাটেগরির ভোট গণনা চলছে। সেখানে ৮ পরিচালক পদ। মোট ২৪ টি পদের মধ্যে অধিকাংশ পদে জয়ী হওয়ায় এখন সম্মিলিত পরিষদ পরিচালনা পর্ষদ গঠন করবে।

বিএসএএ’র সিনিয়র ভাইস-চেয়ারম্যান এবং সম্মিলিত পরিষদ থেকে সদ্য বিজয়ী পরিচালক সৈয়দ ইকবাল আলী ( শিমুল ) ভোটের ৩ দিন আগে বিজনেসটুডে২৪কে বলেছিলেন ‘আমরা কেবল প্রচারণা ও শোডাউনে যে এগিয়ে তা নয়, ভোটার সমর্থন ও আমাদের পক্ষে। ভোটারদের কাছে গিয়ে বিপুল সাড়া পেয়েছি আমরা।’ সেটাই সত্য হলো। এবারে সম্মিলিত পরিষদ আসছে সেটা তাদের বিপুল প্রচার-প্রচারণা, শোডাউন থেকে অনুমান করা যাচ্ছিল। বেশকটি ইস্যুকে সামনে রেখে প্রচারণায় নেমেছিল সম্মিলিত পরিষদ। বে পাইলটিং, ওয়াচম্যান নিয়োগ, বার্থ অপারেটর চার্জ । শিপিং সংশ্লিষ্টরা জানান, সম্মিলিত পরিষদে অল্প কয়েকজন বাদে অধিকাংশ ছিলেন হেভিওয়েট প্রার্থী। এদেরকে টেক্কা দেয়ার মত মাত্র কয়েকজন প্রার্থী ছিলেন শাহেদ সরওয়ার প্যানেলে।