
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: উৎপাদনশীলতায় বিশেষ অবদানের জন্য ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যাওয়ার্ড পেয়েছে ২৯ শিল্প প্রতিষ্ঠান ও দুই ব্যবসায়ী সমিতি।
সোমবার (১৫ ফেব্রুয়ারি ) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
শিল্প মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজমের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিমসহ পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
শিপিং সেক্টরে এই অ্যাওয়ার্ড পেয়েছে চট্টগ্রামের কিউএনএস শিপিং লজিস্টিক্স লিমিটেড। ব্যবস্থাপনা পরিচালক এসফারুল কাইয়ুম খান শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের কাছ থেকে পদক গ্রহণ করেন।