Home সারাদেশ কোটি টাকার মোবাইল সেটসহ ভারতীয় ট্রাকচালক গ্রেপ্তার

কোটি টাকার মোবাইল সেটসহ ভারতীয় ট্রাকচালক গ্রেপ্তার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জ উপজেলা সীমান্তে সোনামসজিদ স্থলবন্দর এলাকায় ভারতীয় আমাদানি পণ্যবাহী একটি ট্রাকে বন্দর কাস্টমস, আনসার, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও বিজিবি’র সমন্বয়ে টাস্কফোর্সের অভিযানে ১৩২টি ভারতীয় স্মার্ট মোবাইল ফোনসেটসহ ওই ট্রাকের চালক সোলেমান (২৮) গ্রেফতার হয়েছেন। সোলেমান ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার ইংলিশ বাজার থানার কাঞ্চাণ্টার নরেন্দ্রপুর গ্রামের আজিজুল আলীর ছেলে।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেল চারটার দিকে বন্দরের জিরোপয়েন্ট এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে জব্দ মালামালের মুল্য প্রায় কোটি টাকা বলে হিসাব করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেয়া চাঁপাইনবাবগঞ্জ  ৫৯ বিজিবি ব্যাটালিয়নের (রহনপুর ব্যাটালিয়ন) অধিনায়ক লে.কর্নেল আমীর হোসেন মোল্লা বলেন, নিজস্ব তথ্য ও সন্দেজনকভাবে আমাদানিকৃত পোল্ট্রিফিডবাহী(পশু-পাখির খাদ্য) ট্রাকটি (ডব্লিউ বি-৫৯-৮১৩০) তল্লাশি শুরু করা হয়।

তল্লাশিতে চালকের বসার স্থানের (ড্রাইভিং সিট) উপরের বক্স হতে প্রথমে কয়েকটি ফোন সেট পাওয়া যায়। এরপর ট্রাকটি পুরো তল্লাশি করে মোট ১৩২টি ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের ফোনসেট পাওয়া যায়। এর মধ্যে ৭টি আইফোনসহ ওয়ানপ্লাস ও দামি বিভিন্ন ব্র্যান্ডের ফোনসেট রয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান লে. কর্নেল আমীর হোসেন মোল্লা।