Home সারাদেশ শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি, টিনের চালা ফুটো

শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি, টিনের চালা ফুটো

শিলাবৃষ্টি নয়, যেন খণ্ড খণ্ড বরফ।
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা থেকে: রবিবার বিকেলে চুয়াডাঙ্গায় হঠাৎ ঝড়োহাওয়াসহ শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বাড়ি-ঘরের টিনের চাল ফুটো হয়ে গেছে।
 বিকেল ৩ টায়  বৃষ্টির সাথে বড় বড় শিলা পড়েছে। টানা ৭ মিনিট ধরে শিলাবৃষ্টিতে আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকে। । ৩টা ২১ মিনিটে শিলাবৃষ্টি থামে। তবে সন্ধ্যায় এ রিপোর্ট তৈরি পর্যন্ত গুড়িগুড়ি বৃষ্টিপাত অব্যাহত ছিল।
শিলাবৃষ্টি ও ঝড়োহাওয়ার আগে এভাবে অন্ধকারে ছেয়ে যায চুয়াডাঙ্গার আকাশ
স্থানীয়রা জানান, শীতের পর আজ প্রথম বৃষ্টি হয়েছে। বৃষ্টির সাথে শিলা পড়ে বসতঘর, ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।  শিলাবৃষ্টিতে বাড়ি-ঘরের টিনের চাল ফুটো হয়ে গেছে। বোরো ফসলের ক্ষতি ছাড়াও লিচু ও আমের মুকুল ঝরে গেছে। ক্ষতি হয়েছে শাক-সবজিরও। শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমের মুকুলের।
হঠাৎ শিলাবৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। দিশেহারা হয়ে পড়েছেন তারা। এই শীত মৌসুমের শেষ দিকে এরকম শিলাবৃষ্টি কখনো দেখা যায়নি স্মরণকালের মধ্যে।