Home চট্টগ্রাম ‘শিশু রাসেল আছে মানুষের অন্তরে’

‘শিশু রাসেল আছে মানুষের অন্তরে’

বিজনেসটুডে২৪ ডেস্ক:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আ.স.ম জামশেদ খোন্দকার শিশু শিক্ষার্থীদের নিয়ে জন্মবার্ষিকীর কেক কাটেন। শিশুরা নৃত্য, দলীয় সংগীত পরিবেশন ও কবিতা পাঠ করেন।

শিশু প্রতিনিধি সাদমান সাকিবের সভাপতিত্বে ও একাডেমির প্রশিক্ষক তানভীরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেল। ১৯৬৪ সালের এই দিনে ঢাকার ধানমন্ডিস্থ ৩২ নম্বর বাড়ি বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহন করে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট দেশ বিরোধি পাকিস্তানী রাজাকার ও আল বদরেরা জাতির জনককে স্বপরিবারে হত্যা করে। ইতিহাসের এ বর্বরতম ও ন্যাক্কারজনক হত্যাকাণ্ড থেকে ইউনিভার্সিটি ল্যাবরেটরী স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র ১০ বছরের ছোট্ট শিশু শেখ রাসেলও রেহায় পায়নি। সে দিন মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলে রাসেলের ছোট্ট বুক বুলেটের আঘাতে ঝাঁঝরা করে দিয়েছিল। ৪৬ বছর আগে ঘাতকদের হাতে শিশু রাসেলের নির্মম মৃত্যু হলেও সে আছে দেশের প্রতিটি মানুষের অন্তরে।

ওমরগণি এম.ই.এস কলেজের অধ্যাপক বিশিষ্ট শিশু সাহিত্যিক ও ছড়াকার গোফরান উদ্দিন টিটু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।