Home Second Lead শুরু হলো লাল-সবুজ পতাকাবাহী কন্টেইনার জাহাজের ছুটে চলা

শুরু হলো লাল-সবুজ পতাকাবাহী কন্টেইনার জাহাজের ছুটে চলা

সারেরার প্রথম সমুদ্রযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি এনসিটিতে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: প্রায় এক দশক পর আজ মঙ্গলবার থেকে আবার শুরু হলো বাংলাদেশ পতাকাবাহী জাহাজে কন্টেইনার নিয়ে ছুটে চলা। দিনের প্রথম জোয়ারে নোঙর তুলেছে কর্ণফুলী গ্রুপের কন্টেইনার জাহাজ সারেরা।

বাংলাদেশ পতাকাবাহী সারেরা রবিবার নিউমুরিং কন্টেইনার টার্মিনাল( এনসিটি )-৪ এ নোঙর ফেলে।

বন্দরের ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, জাহাজটি ৪৮ ঘণ্টা সময়ে ১২৬১ টিইউস কন্টেইনার লোড হয়েছে। এগুলোর মধ্যে ৮০৪ টিইউস রপ্তানি পণ্যভর্তি। ৪৫৭ টিইউস খালি কন্টেইনার।

বন্দরের হারবার ও মেরিন বিভাগ সূত্র জানায়, আজ দিনের প্রথম জোয়ারে সারেরা জাহাজটি নোঙর তুলেছে।

কর্ণফুলী গ্রুপ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে রওনা হয়ে গেছে সিঙাপুর। সেখান থেকে পোর্ট কেলাং হয়ে একই পথে ফিরবে আমদানি পণ্যভর্তি কন্টেইনার নিয়ে।

সারেরার আজ প্রথম সমুদ্র যাত্রার মধ্যে দিয়ে আবার শুরু হলো বাংলাদেশ পতাকাবাহী জাহাজের কন্টেইনার পরিবহন। সেই সঙ্গে বিদেশি জাহাজ কোম্পানির একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটলো।

কর্ণফুলী এক্সপ্রেস সার্ভিসে দু’টি কন্টেইনার জাহাজ। একটি সারেরা আর অপরটি হলো সাহারে।