Home আন্তর্জাতিক চিনের পণ্যে ২৪৫ শতাংশ শুল্ক চাপাল ওয়াশিংটন

চিনের পণ্যে ২৪৫ শতাংশ শুল্ক চাপাল ওয়াশিংটন

বিজনসটুডে২৪ ডেস্ক: আমেরিকা-চিন শুল্কযুদ্ধ চলছেই। একে অপরের দিকে ছুড়ে মারছে শুল্ক-বাণ। চিনা পণ্যের আমদানিতে বেজিংয়ের ঘাড়ে ২৪৫ শতাংশ শুল্ক চাপাল ওয়াশিংটন।  নিঃসন্দেহে এর ফলে নতুন করে উত্তেজনার পারদ চাপল দুই দেশের সম্পর্কে।

ভারত, কানাডা, চিন-সহ একাধিক দেশের উপর ২ এপ্রিল থেকে ব্যাপক হারে শুল্ক চাপিয়েছিল ট্রাম্প প্রশাসন। ভারতের উপর ২৬ শতাংশ কর চাপালেও বাড়তি চিনের উপর পারস্পারিক কর ১৪৫ শতাংশে পৌঁছেছিল আগেই। যদিও চাপের মুখে কিছুটা পিছু হটতে বাধ্য হয় মার্কিন প্রশাসন। পারস্পরিক শুল্কের উপর ৯০ দিনের স্থগিতাদেশ দেওয়া হয়েছে বিশ্বের বাকি দেশগুলির জন্য।

কিন্তু রেহাই মেলেনি চিনের। এবার তাদের উপরে ২৪৫ শতাংশ কর চাপিয়ে দেওয়া হল। হোয়াইট হাউসের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

আমেরিকার অভিযোগ, ১২৫ শতাংশ শুল্ক চাপানোর পরই সামরিক থেকে মহাকাশ- নানা শিল্পের জন্য জরুরি জার্মেনিয়াম, অ্যান্টিমনি, গ্যালিয়াম ইত্যাদির সরবরাহ স্থগিত করেছিল চিন। যার পর শুল্ক বাড়িয়ে ১৪৫ শতাংশ করেছিল ট্রাম্প প্রশাসন। যা এবার বেড়ে ২৪৫ শতাংশ হল।

আমেরিকাকে পালটা দিতে চিন তাদের উড়ান সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে বহুজাতিক সংস্থা বোয়িং কোম্পানির থেকে নতুন করে যেন কোনও বিমান অর্ডার না করা হয়। এর আগে আমেরিকা চিনকে মোবাইল, কম্পিউটার, বৈদ্যুতিন চিপস-সহ বেশ কিছু পণ্যে করছাড় দেয়। এই সিদ্ধান্তের জেরে কার্যত খাদের কিনারে চলে যাওয়া চিন কিছুটা হলেও উপকৃত হবে বলে মনে করছিল ওয়াকিবহাল মহল।

এবার ফের শুল্ক বাড়িয়ে ২৪৫ শতাংশ করায় সেই ধারণা যে বিশ বাঁও জলে চলে গেল, তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।