অনেক ধরনের মালিশ, স্পা ইত্যাদির চল রয়েছে। ফিশ স্পাও খুব জনপ্রিয় হয়েছে। জলে পা ডুবিয়ে রাখলে পায়ের পাতায় বিশেষ প্রজাতির মাছ এসে মধুর কামড় দেবে। তাতে ব্যথা তো লাগবেই না বরং চাঙ্গা হবে শরীর!
কিন্তু তাই বলে হাতিকে দিয়ে কোমর মালিশ করানো?
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে টুইটারে। তাতে দেখা যাচ্ছে এক তরুণী একটি খাটিয়ায় শুয়ে রয়েছে। আর একটি হাতি তার সামনের পা ব্যবহার করে তরুণীর কোমর, পিঠ ভাল করে মালিশ করে দিচ্ছে।
ব্যাপার কী?
জানা যাচ্ছে থাইল্যান্ডে পর্যটকদের মনোরঞ্জনের জন্য এ এক পুরনো রেওয়াজ। তার জন্য হাতিদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। যার মাধ্যমে গজরাজ হয়ে ওঠেন ফিজিও!
যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটি বেশ পুরনো। কিন্তু পশুদের এই ভাবে ব্যবহার করা আন্তর্জাতিক প্রাণী সুরক্ষা আইনের আওতায় পড়ে।
দ্য ডোডো চ্যানেলের বক্তব্য, এই ভাবে হাতিদের প্রশিক্ষিত করতে হলে জন্মের পর থেকেই তাদের বিশেষ ভাবে রাখতে হয়। ফলে, মায়ের থেকে বিচ্ছিন্ন করে নেওয়া হয় শৈশবেই। যা ভয়ঙ্কর অপরাধ। যদিও ইন্দোনেশিয়া, থাইল্যান্ডে এ জিনিস চলে। বারবার সমালোচনা হলেও তা বন্ধ হয়নি। ডলফিন থেকে, বাঘ, সিংহ, হাতি– কিছুই বাদ নেই। যে কারণে ভারতে সার্কাসে বন্যপ্রাণী ব্যবহার বন্ধ করা হয়েছিল। কিন্তু, থাইল্যান্ড এসবে কর্ণপাতই করে না।
-বিজনেসটুডে২৪ ডেস্ক