Home শেয়ারবাজার শেয়ারবাজারে লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়ে গেল

শেয়ারবাজারে লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়ে গেল

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: দেশের উভয় শেয়ারবাজারে আজ রবিবার ১৩ ডিসেম্বর উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সেই সাথে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৯ কার্যদিবস পর লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে। তবে সূচক ও লেনদেন বাড়লেও আজ বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

আজ ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৩১.৭৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১২৬.৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১১.০৯ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ২৩.৫৯ পয়েন্ট এবং সিডিএসইসি ১১.৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৮০.৬২ পয়েন্ট, ১৭৯৮.৭৪ এবং ১০৪৭.৩৩ পয়েন্টে।

ডিএসইতে আজ ১ হাজার ৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে ১৯ কার্যদিবস বা ২৬ দিন পর লেনদেন হাজার কোটি টাকা ছাড়াল। এর আগে গত ১৬ নভেম্বর আজকের চেয়ে বেশি লেনদেন হয়েছিল। ওই দিন ডিএসইতে ১ হাজার ১৯৭ কোটি ৭২ লাখ টাকার লেনদেন হয়েছিল।

ডিএসইতে আজ ৩৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪১টির বা ৩৯.৬০ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৫৩টির বা ৪২.৯৭ শতাংশের এবং ৬২টি বা ১৭.৪১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৮৩.৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৮৬.৫৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০১টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির দর। আজ সিএসইতে ৩৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।