Home শেয়ারবাজার শেয়ারবাজারে ৮০৯ কোটি ৫০ লাখ টাকার লেনদেন

শেয়ারবাজারে ৮০৯ কোটি ৫০ লাখ টাকার লেনদেন

বিজনেসটুডে২৪ ডেস্ক

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ মার্চ) সামান্য উত্থান হয়েছে শেয়ারবাজারে লেনদেন। এদিন শেয়ারবাজারের সব সূচকই কিছুটা বেড়েছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠান এবং টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে কমেছে।

বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫.১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৬৮.৮৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৯১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪.৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৬৫.৭৭ পয়েন্টে এবং ২১৫৪.৬৬ পয়েন্টে। তবে সিডিএসইটি সূচক ০.৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১৯২.৫১ পয়েন্টে।

ডিএসই ৮০৯ কোটি ৫০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৭০ কোটি ২৩ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৮৭৯ কোটি ৭৩ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১০টির বা ৩১.৭০ শতাংশের, শেয়ার দর কমেছে ১২২টির বা ৩৫.১৬ শতাংশের এবং ১১৫টির বা ৩৩.১৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯.৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৬৪.১২ পয়েন্টে। সিএসইতে বৃহস্পতিবার ২১৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৭টির দর বেড়েছে, কমেছে ৮৭টির আর ৬৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৯ কোটি ০৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।