Home Second Lead শৈত্যপ্রবাহ আসছে

শৈত্যপ্রবাহ আসছে

কুয়াশার চাদরে ঢাকা হাটহাজারী সড়ক। ছবি: জাহাঙ্গীর আলম

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: শৈত্যপ্রবাহ এখনও বইছে না, তবে বেড়ে গেছে শীতের অনুভূতি।

দিনের তাপমাত্রা হ্রাস পাওয়ায় সারাদেশে শীতের অনুভূতি বেড়েছে। ৪/৫দিন এমন অবস্থা থাকবে। এরপর শৈত্যপ্রবাহ আসতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

সারাদেশে সর্বোচ্চ তাপমাত্রা একদম নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার সিরাজগঞ্জের তাড়াশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস। দেশের মাত্র ৫টি অঞ্চল বাদে সারাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, ‘শীতের অনুভূতি বেড়েছে দেশজুড়ে। সূর্যের আলো পড়ছে না, দিনের বেলা তাপমাত্রা খুব কম থাকছে– এ কারণে শীতের অনুভূতি বেড়েছে। শীত এখনও শুরু হয়নি। ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা আসলে শৈত্যপ্রবাহ শুরু হয়। শৈত্যপ্রবাহ না বইলেও শীতের অনুভূতি বেড়ে গেছে।’ ‘আগামী ১৭ থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে শৈত্যপ্রবাহ চলে আসতে পারে।

এ অবস্থা থাকতে পার আরও চার-পাঁচ দিন।  এর মধ্যে দেশের পশ্চিমাঞ্চলে হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সবমিলিয়ে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।’