Home Second Lead শ্যামপুরে চিনিকল শ্রমিকদের হরতাল

শ্যামপুরে চিনিকল শ্রমিকদের হরতাল

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

রংপুর: চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিল করে খুলে দেয়ার দাবিতে আধা বেলা হরতাল পালন করছে রংপুরের শ্যামপুর চিনিকলের শ্রমিকেরা।
বুধবার (২৩ ডিসেম্বর) ভোর ৬টা থেকে শ্যামপুর বন্দর এলাকায় চলছে হরতাল।

এ সময় বিক্ষোভ মিছিল করে শ্রমিকেরা। হরতালে বাধা দিলে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। তবুও বাধা উপেক্ষা করে আবারো মিছিল করে শ্রমিকেরা।

রংপুরের শ্যামপুর চিনিকলের শ্রমিক-কর্মকর্তা-কর্মচারী ও আখচাষিরা ২২ ডিসেম্বর এই আধাবেলা হরতালের ডাক দিয়েছিল।

হরতালকারীদের অভিযোগ, সরকারের এমন সিদ্ধান্তের ফলে চিনিকলে কর্মরত ৮শ শ্রমিক ও তাদের পরিবার চরম অনিশ্চয়তায় পড়েছে। একই কারণে হাজার হাজার আখ চাষি বিপাকে পড়েছেন। মিল বন্ধের সিদ্ধান্ত থেকে সরকার সরে না আসা পর্যন্ত আন্দোলন চলবে বলেছেন তারা।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতে যাতে বিঘ্ন না ঘটে সেদিকে লক্ষ্য রেখে শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করতে বলেছি।