মুম্বই: গায়ের রং শ্যামলা। সেই কারণেই অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে মজা করে ‘কালী’ বলে ডাকতেন তাঁর আত্মীয়রা। আর সেই কারণেই ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে কাজ করার জন্য আফসোস করেন তিনি। যদিও, হলিউডে পা রাখার পর থেকেই এই ধরণের বিজ্ঞাপনে কাজ করা বন্ধ করে দিয়েছিলেন অভিনেত্রী।
জানা যায়, মার্কিন মুলুকে পড়াশোনা করতে গিয়েও বর্ণবিদ্বেষের শিকার হন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কিশোরী বয়স থেকেই ফেয়ারনেস ক্রিমের মাখতেন অভিনেত্রী। তাঁর আত্মজীবনী ‘আনফিনিসড’-এ সেসব তুলে ধরেছেন তিনি।
অভিনেত্রীর কথায়, ভারতীয় অভিনেতা-অভিনেত্রীদের কাছে ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করা খুবই সাধারণ বিষয়। সেই সম্পর্কে তিনি তাঁর বই ‘আনফিনিসড’ এ লিখেছেন। দক্ষিণ এশিয়ায় ফর্সা হতে চাওয়াটা খুব স্বাভাবিক বিষয়। যেখানে বহু মানুষ ফর্সা হতে চান। পাশাপাশি, অভিনেত্রীদের ক্ষেত্রে মুখে দাগ থাকলেও তা অস্বস্তিকর।