চায়ের রাজধানী শ্রীমঙ্গলে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। চা বাগানগুলো ঢাকা পড়ছে কুয়াশার চাদরে। শীতের আগমনে প্রকৃতির আচরণ স্বভাবসুলভ হলেও শ্রীমঙ্গলের চা বাগানগুলোর শ্রমিকরা শীতবস্ত্রের অভাবে পড়েছেন চরম দুর্ভোগে। বিশেষ করে চা বাগান এলাকাগুলোতে প্রতিদিন কমছে তাপমাত্রা। আজ বৃহস্পতিবার সিলেট বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর বুধবার ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ মো. আনিস আহমেদ জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর এই শীত মৌসুমের এ পর্যন্ত সিলেট বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গত ৬ ও ১৩ ডিসেম্বর ১১ ডিগ্রি সেলসিয়াস।
প্রতিদিন তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে চা শ্রমিকদের যেতে হচ্ছে কাজে। তবে এখন পর্যন্ত সরকারি ও বেসরকারিভাবে কয়েকটি চা বাগানগুলোতে শীতবস্ত্র দেয়া হলেও বেশির ভাগ চা বাগানে এখনো কোনো শীতবস্ত্র পৌঁছায়নি।।