Home First Lead কলম্বো শহরে প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে ফেলেছে প্রতিবাদী জনতা

কলম্বো শহরে প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে ফেলেছে প্রতিবাদী জনতা

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষে মলদ্বীপে পালিয়ে গিয়েছেন। তাঁর প্রাসাদের দখল আগেই নিয়েছিল প্রতিবাদী জনতা। বুধবার কলম্বো শহরে প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে ফেলেছে কয়েক হাজার মানুষ। তারপরই প্রধানমন্ত্রীর সচিবালয় শ্রীলঙ্কাজুড়ে  জরুরি অবস্থা  জারি করার কথা ঘোষণা করল।

সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, গোটা দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সচিবালয়।

গোটাবায়ে রাজাপক্ষে বুধবারই পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন। জানা যাচ্ছে, তিনি ভারতে আশ্রয় চেয়েছিলেন। কিন্তু নয়াদিল্লি তাতে সায় দেয়নি। শেষ পর্যন্ত মলদ্বীপে গিয়েছেন সস্ত্রীক।

পর্যবেক্ষকদের মতে, যদি রাজাপক্ষে ইস্তফা দেওয়ার আগে দেশ না ছাড়তেন, তাহলে রাষ্ট্রপতি পদত্যাগের পরেই তাঁকে গ্রেফতার করা হত। সেই কারণেই দেশ ছাড়ার জন্য এত তোড়জোড় করছিলেন তিনি।

কিছুদিন আগে শ্রীলঙ্কায় সাম্প্রতিক অতীতের সবচেয়ে চমকপ্রদ গণবিক্ষোভের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। রাষ্ট্রপতির বাড়িতে ঢুকে পড়ে তাঁকে পালিয়ে যেতে বাধ্য করেছে ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্রের জনগণ। তারপর রাজাপক্ষের ফাঁকা বাড়িতে ঢুকে আন্দোলনকারীরা সুইমিং পুলে সাঁতার কেটেছেন, বেডরুমে লাফালাফি করেছেন। রাজাপক্ষের বাড়ির সিন্দুক থেকে লক্ষ লক্ষ টাকাও পাওয়া গেছে বলে দাবি আন্দোলনকারী জনতার।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীও এই প্রবল গণবিক্ষোভের মুখে ইস্তফা দিয়েছেন। তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। এখন দেখার জরুরি অবস্থা জারির পর শ্রীলঙ্কার পরস্থিতি কোন দিকে যায়।