বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: সাবেক স্বামী পারভেজ সানজারিকে এসিড হামলা ও হত্যাচেষ্টার মামলায় বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী মিলার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
ঢাকার জেলা ও দায়রা জজ এবং এসিড ট্রাইব্যুনালের বিচারক শওকত আলী চৌধুরী আসামি
সংগীতশিল্পী মিলা ও তাঁর সহযোগীর বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
২০১৯ সালের ৫ জুন রাত ৮ টার দিকে উত্তরার ৩ নম্বর সেক্টর এলাকার ৭/বি সড়কে এ এসিড হামলার ঘটনা ঘটে। হামলার পর আহত অবস্থায় পারভেজ সানজারিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এ সময় তিনি এ হামলার জন্য মিলাকে দায়ী করেন।
একই দিনে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় পারভেজ সানজারী বাদী হয়ে মিলার বিরুদ্ধে মামলা করেন। মামলায় অন্য আসামি হলেন মিলার সহযোগী পিস জন পিটার হালদার কিম।
এ ব্যাপারে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী জানান, সম্প্রতি মিলা ও তাঁর সহযোগী কিমের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা থানায় আসার পর গতকাল রাতেই মিলার মিরপুরের বাসায় তল্লাশি চালানো হয়। তবে এখনো তাঁকে গ্রেপ্তার করা যায়নি।
উল্লেখ্য, ২০১৭ সালের মে মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী মিলা ও পারভেজ সানজারি। দুই মাস পরেই তাঁদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।