Home First Lead বিকেলে বসছে সংসদের ২০তম অধিবেশন

বিকেলে বসছে সংসদের ২০তম অধিবেশন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু হচ্ছে আজ রবিবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে গত ১২ অক্টোবর এই অধিবেশন ডেকেছেন।  স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে।

আজ বেলা ৩টায় সংসদ ভবনে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে। কমিটির সভাপতি ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় এই বৈঠকে কমিটির সদস্য, প্রধানমন্ত্রী ও সংসদনেতা শেখ হাসিনাও অংশ নেবেন। বৈঠকে শুরু হতে যাওয়া অধিবেশনের মেয়াদসহ কার্যসূচি নির্ধারণ করা হবে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত অধিবেশনটি চলতে পারে।

অধিবেশনের আজকের প্রথম বৈঠকে সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোক প্রস্তাব উত্থাপন এবং এর ওপর আলোচনা ও প্রস্তাব গ্রহণের পরেই মুলতবি করবেন স্পিকার। প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ও সংরক্ষিত আসনের সদস্য শেখ এ্যানি রহমানের মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে আজকের অধিবেশন মুলতবি করা হবে। রেওয়াজ অনুযায়ী চলমান সংসদের কোনো সদস্য মারা গেলে তার জন্য সংসদে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা হয়।

এদিকে, জাপার প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের ডাকা ২৬ নভেম্বরের জাপার কাউন্সিল এবং ‘বিরোধীদলীয় নেতা’ প্রশ্নে দলটিতে সৃষ্ট বিভক্তির কারণে এবারের অধিবেশনের দিকে কৌতূহলী দৃষ্টি রাখছেন দলটির নেতা-কর্মীরা। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে গতকাল শনিবার দেশে ফিরে রওশনের আজ অধিবেশনে যোগ দেওয়ার কথা থাকলেও তার ফিরতে আরো কয়েক দিন লাগবে।

রওশন এরশাদ সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে বহাল থাকবেন, নাকি জি এম কাদের নতুন করে বিরোধীদলীয় নেতা হবেন—এই প্রশ্নের ফয়সালা দেখতে এই অধিবেশনের দিকে তাকিয়ে আছেন জাপার নেতা-কর্মীরা।

অধিবেশন শুরুর আগে আজ দুপুর ১টায় সংসদ ভবনে জাপার পার্লামেন্টারি পার্টির বৈঠক ডাকা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন জাপার চেয়ারম্যান ও পার্লামেন্টারি পার্টির প্রধান জি এম কাদের। বৈঠকের বিষয়ে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু গতকাল ইত্তেফাককে বলেন, ‘আজকের বৈঠকের সুনির্দিষ্ট কোনো এজেন্ডা নেই। জি এম কাদেরকে বিরোধীদলীয় নেতা করার বিষয়ে স্পিকারের সিদ্ধান্ত পাওয়ার পর আবার পার্লামেন্টারি পার্টির বৈঠক ডাকা হবে। সেই বৈঠকে নতুন বিরোধীদলীয় চিফ হুইপ মনোনয়নসহ অন্যান্য সিদ্ধান্ত নেওয়া হবে।’