শিতাংশু গুহ
ট্রাম্প ফ্লোরিডা, ওহাইও, টেক্সাস, মিশিগান পেনসিলভানিয়া যথেষ্ট এগিয়ে, পুরো ফলাফল এখনো আসেনি, তবে ট্রাম্প বিজয়ী হচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। শুধু ইলেকটোরাল ভোট নয়, পপুলার ভোটেও তিনি জিতছেন। ট্রাম্প শেষ বিতর্কে বলেছিলেন, তাঁরা হাউস জিততে পারেন, সেটি হবে কিনা তা এখনই স্পষ্ট নয়, তবে হোয়াইট হাউস, সিনেট, কংগ্রেস এর দখল কার হাতে যাবে, তা সকল ভোট গণনা হলেই চূড়ান্তভাবে জানা যাবে। সিনেটে এখন ৫৩-৪৭, রিপাবলিকান-ডেমোক্রেট, ২৩জন রিপাবলিকান এবং ১২জন ডেমোক্রেট সিনেটর এবার নির্বাচন করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় দল ৪০-৪০ ছিলো।
রাত পৌনে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাম্প যেসব ষ্টেট জিতেছেন বা জয়ের পথে রয়েছেন, সেগুলো হচ্ছে, কেন্টাকি\8টি ইলেকটোরাল ভোট; সাউথ ক্যারোলিনা/৯; টেনেসি/১১; ওকলাহোমা/৭; ওয়েষ্ট ভার্জিনিয়া/৫; আরকানসাস/৬; ফ্লোরিডা২৯; জর্জিয়া/১৬; নর্থ ক্যারোলিনা/১৪; মিশিগান/১৬; ফ্লোরিডা/২৯; কেন্টাকি/৮; সাউথ ডাকোটা/৩; পেনসিলভানিয়া/ ইন্ডিয়ানা/১১; মিশিগান/১৬; ওয়েষ্ট ভার্জিনিয়া/৫; ওহাইও/১৮; লুজিয়ানা; ওহাইও/১৮; মেইন/৪ ইত্যাদি।
বাইডেন যেসব ষ্টেট জিতেছেন বা জয়ের পথে রয়েছেন, তা হচ্ছে: আলাবামা/৯টি ইলেকটোরাল ভোট; মিসিসিপি/৬; ইন্ডিয়ানা/১১; মিজৌরি/১০; ইলিনোয়েস/২০; কানসাস/১১; নিউইয়র্ক/২৯; নিউজার্সি/১৪; ম্যারিল্যান্ড/১০; ম্যাসাচুসেটস১১/ নিউ মেক্সিকো/৫; মিনেসোটা/ ভারমন্ট/৩; ডেলওয়ার/৩; আইওয়া; মিনেসোটা/ কানেকটিকাট; আরিজোনা ইত্যাদি। এনবিসি রিপোর্ট অনুযায় এ সময়ে বাইডেন-ট্রাম্প, ১৯২-১১৪টি ইলেকটোরাল ভোট জিতেছেন। জয়ের জন্যে দরকার ২৭০।
ফ্লোরিডাতে হাড্ডাহাড্ডি লড়াই চলছিলো, কিন্তু ট্রাম্প সামান্য ব্যবধানে জয়ী হচ্ছেন। জর্জিয়াতে মোটামুটি ট্রাম্প সহজ জয় পাচ্ছেন। ইলিনোয়েস ও কানসাসে বাইডেন সহজ জয় পেয়েছেন। নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট, ম্যাসাচুয়েট্স-এ বাইডেন জিতবেন সবার জানা। আরিজোনায় বাইডেন ভালোই এগিয়ে, এটি রিপাবলিকান শিবির থেকে ছিনিয়ে নেয়া। এজন্যে দায়ী ট্রাম্প, কারণ জন ম্যাককেইনকে তিনি যথেষ্ট নাজেহাল করেছেন। আরিজোনা হয়তো সেই প্রতিশোধ নিলো। নর্থ ক্যারোলিনায় বাইডেন যথেষ্ট পিছিয়ে।
নির্বাচনের দিনেও ট্রাম্প কিছু সময়ের জন্যে নেভাদায় প্রচারণা চালান। বাইডেন সকালের দিকে ফিলাডেলফিয়ায় ছিলেন, এরপর তিনি সস্ত্রীক ডেলোআরে ফিরে যান। কমলা হ্যারিস ও তাঁর স্বামীও একই ষ্টেটে অবস্থান করছেন। এখন থেকেই বাইডেন বিজয় ভাষণ দেবেন অথবা পরাজয় মেনে নেবেন। ট্রাম্প হোয়াইট হাউস থেকে বিজয় ভাষণ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন? সেখানে ২৫০জন অতিথি তাঁর সাথে রয়েছেন। রাতে হোয়াইট হাউসের সামনে বিএলকে কিছুটা বিক্ষোভ প্রদর্শন করে। এদের প্ল্যাকার্ডে লেখা ‘ট্রাম্প-পেন্স আউট নাউ’।
সারাদিন সমগ্র দেশে শান্তিপূর্ণ ভোট হয়েছে, কোথাও কোন সমস্যা ছিলোনা। তবে ব্যাপক আগাম ভোট হয়েছে বিধায় ভোটকেন্দ্রে তেমন ভীড় পরিলক্ষিত হয়নি। সকাল ও সন্ধ্যায় কোথাও কোথাও কিছু ভীড় ছিলো। এনবিসি বলেছে, রাশিয়া বা ইরানের ‘সাইবার হ্যাকিং’ এর কোন আলামত পাওয়া যায়নি। এনবিসি করেস্পন্ডেন্ট আরো বলেন, সকল জরিপ ভেঙ্গে পড়েছে।