বিজনেসটুডে২৪ ডেস্ক
সবক’টি অঙ্গরাজ্যের ফলাফল পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে । বাকি দুই অঙ্গরাজ্যের একটিতে জো বাইডেন আর অন্যটিতে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন।
সিএনএন ও বিবিসির রেজাল্ট প্রোজেক্টশনে বলা হয়, জর্জিয়ায় জিতে আরও ১৬ ইলেক্টোরাল ভোট ঝুলিতে পুরেছেন বাইডেন। জয়ের জন্য ২৭০ ইলেক্টোরালের ম্যাজিক ফিগার পার হয়ে ৩০৬টি ইলেক্টোরাল নিশ্চিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী।
১৯৯২ সালের পর এই প্রথম কোনো ডেমোক্র্যাট প্রার্থী জর্জিয়ায় জয় পেল। এই নির্বাচনে রিপাবলিকানদের আরেক ঘাঁটি অ্যারিজোনাও ছিনিয়ে নেন বাইডেন।
নর্থ ক্যারোলাইনা জিতে আরও ১৫টি ইলেক্টোরাল নিশ্চিত করেছেন পরাজিত ডোনাল্ড ট্রাম্প। তার ইলেক্টোরালের সংখ্যা ২৩২টিতে গিয়ে থেমেছে।
প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি প্রতিনিধি পরিষদের নির্বাচনে জয় পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। তারা ২১৮ আসনের ম্যাজিক ফিগার পার হয়ে আরও একটি বেশি পেয়েছেন। রিপাবলিকানরা পেয়েছেন ২০৩টি আসন। এখনো ১৩ আসনের ফল ঘোষণা বাকি।
অবশ্য ১০০ আসনের সিনেটে নিয়ন্ত্রণ ধরে রেখেছে রিপাবলিকানরা। তারা ইতোমধ্যে ৫০টি আসন নিশ্চিত করেছে। ডেমোক্র্যাটরা পেয়েছে ৪৮টি আসন। দুটি আসনে দ্বিতীয় দফা নির্বাচন হচ্ছে। এ দুটি আসন জিততেও সর্বশক্তি নিয়োগ করেছে রিপাবলিকানরা।