Home চট্টগ্রাম সমন্বয়ক তালাত রাফি বিয়ে করলেন বরগুনার মেয়ে

সমন্বয়ক তালাত রাফি বিয়ে করলেন বরগুনার মেয়ে

রাফি ও জান্নাত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম:  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি সোমবার ইফতারের পর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে জানালেন বিয়ে করার কথা। এতে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ। নতুন যাত্রায় আপনাদের দোআ একান্ত কাম্য। ০৩/১২/১৪৩১ বাংলা।

অবশ্য কাকে বিয়ে করেছেন তা উল্লেখ করেননি। অপর আরেকটি পোস্টে জান্নাতুল ফেরদৌস নামে একটি ফেসবুক আইডিকে যুক্ত করে রিলেশনশিপ স্টাটাসও দেন তিনি।

রাফির ওই পোস্টের পরেই তিনি বরগুনায় বিয়ে করেছেন উল্লেখ করে নানা শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করতে শুরু করেন। এ ছাড়াও রাফির পোস্ট করা জান্নাতুল ফেরদৌস নামে ওই ফেসবুক আইডিতে দেখা যায়, দুজনের একটি ছবি পোস্ট করে জান্নাতুল ফেরদৌসও লিখেছেন, আলহামদুলিল্লাহ। ১৭/০৩/২০২৫।

জান্নাতুল ফেরদৌস বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের চরকগাছিয়া গাবতলা নামক এলাকার বাসিন্দা মো. জাকির হোসেনের মেয়ে। তার মা পূর্ব চরকগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাবাও একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।

জানা যায়,জান্নাতুল ফেরদৌস এবং রাফির বোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ঢাকায় একটি কোচিংয়ে একত্রে পড়াশোনা করতেন। সেখান থেকে পরিচয় সূত্রে উভয় পরিবারের সম্মতিতে রাফি এবং জান্নাতুল ফেরদৌসের বিয়ে সম্পন্ন হয়েছে।

জান্নাতুল ফেরদৌসের বাবা জাকির হোসেন জানালেন, আমার মেয়ের সঙ্গে রাফির বিয়ে সম্পন্ন হয়েছে। গত মাসের ৮ তারিখ রাফির বাবার সঙ্গে বসে বিয়ের তারিখ ঠিক করা হয়েছে।   ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন রাফির বোনের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। তবে পরবর্তী আনুষ্ঠানিকতার তারিখ বা কোনো দিন এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি বলেও জানান তিনি।

খান তালাত মাহমুদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায়। তিনি ওই উপজেলার জয়পুর গ্রামের তারিকুল ইসলাম খানের ছেলে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছেন। আন্দোলন চলাকালে ছাত্রলীগের নেতা–কর্মীরা তাঁকে মারধরও করেছিলেন।