মো: তৌফিকুর রহমান, জবি থেকে: এক মাস পর আবারও সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও শিক্ষাবর্ষের নিয়মিত ক্লাস-পরীক্ষা শুরু হয়।
সশরীরে ক্লাস-পরীক্ষা চালু হওয়ায় সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। তাদের উপস্থিতিতে ক্যাম্পাস আবারও ফিরে পেয়েছে প্রাণচাঞ্চল্যতা।
সশরীরে পুনরায় শিক্ষা কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি মিলেছে দাবি করে শিক্ষার্থীরা জানান, ক্ষতি পুষিয়ে নিতে এবং যথা সময়ে সেমিস্টার শেষ করতে এখন অফলাইন ক্লাসের বিকল্প নেই। অপর দিকে, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষার্থীদের পরিবহন ব্যবস্থা আবারও চালু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মাকসুদা আক্তার বলেন, আজ অফলাইনে ক্লাস শুরু হয়েছে। ফিডব্যাক আদান প্রদানের সুযোগ থাকায় সহজেই ক্লাসের বিষয়বস্তু বুঝতে পেরেছি। যা অনলাইন ক্লাসে পারতাম না। সশরীর ক্লাস-পরীক্ষা চলমান থাকলে আমাদের জন্য সার্বিক দিক থেকেই সুবিধা হবে।
অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী নাভিল সাদ সাকিব বলেন, অফলাইনে ক্লাস করার সুবিধা অনেক। আজ থেকে ক্লাস করতে পারব ভেবে আনন্দিত। আমরা চাই আর কখনো সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ না হোক। কারণ ইতোমধ্যেই অনেক সময় নষ্ট হয়েছে। সামনের ধকল কাটাতে অফলাইন ক্লাস-পরীক্ষার বিকল্প নেই।
প্রসঙ্গত, দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকার বিষয়টি বিবেচনায় স্কুল, কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। এরই প্রেক্ষিতে গত ২১ জানুয়ারি এক জরুরি মিটিংয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও সশরীরে অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গত ১৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় পুনরায় সশরীরে ক্লাস-পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।