Home শেয়ারবাজার সহযোগী প্রতিষ্ঠান গঠন করবে ইবনে সিনা

সহযোগী প্রতিষ্ঠান গঠন করবে ইবনে সিনা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত ইবনে সিনা ফার্মাসিটিউক্যালসের সহযোগী প্রতিষ্ঠান গঠন করবে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ইবনে সিনার পরিচালনা পর্ষদ সহযোগী কোম্পানির অনুমোদিত মূলধন ৪০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১২ কোটি টাকা নির্ধারণ করেছে কোম্পানিটি।

ডিএসই’র তথ্য মতে, কোম্পানিটির ওই সহযোগী প্রতিষ্ঠানের নাম হবে ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন। কোম্পানি ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন সাপেক্ষে একইসঙ্গে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে সহযোগী কোম্পানি গঠন করবে। আর সহযোগী কোম্পানিতে সম্পূর্ণভাবে ইবনে সিনা বিনিয়োগ করবে।