বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম আবদুল লতিফ, গত এক দশক ধরে যিনি নির্বাচনী এলাকার জনসাধারণের মাঝে ন্যায্যমূল্যে চাল, ডাল, চিনিসহ বিভিন্ন পণ্য পৌঁছে দেন, করোনাভাইরাস পরিস্থিতিতেও চলছে তাঁর ব্যাপক ত্রাণ তৎপরতা। স্বাধীনতা নারী শক্তি এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা সর্বত্র তৎপর রয়েছেন এবং সাংসদ লতিফের নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
সাংসদ লতিফের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে তার নির্বাচনী এলাকায় চারটি অস্থায়ী কোয়ারেন্টাইন সেন্টার করেছেন। তার নির্বাচনী এলাকায় ২৭ নং ওয়ার্ডের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় আগ্রাবাদ মহিলা কলেজ, ৩৮ নং ওয়ার্ডে হালিশহর মেহের আফজল উচ্চ বিদ্যালয়, ৪০ নং ওয়ার্ডে পতেঙ্গা উচ্চ বিদ্যালয় ও ৩০ নং ওয়ার্ডে বাংলাদেশ রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয়ে এসব কেয়ারেন্টাইন করা হয়। এই চারটি অস্থায়ী কোয়ারেন্টাইন সেন্টারে ১০০টি শয্যার ব্যবস্থা করা হয়েছে। সেখানে রাখা হয় সব সুযোগ-সুবিধা। চিকিৎসক, নার্স এবং স্বেচ্ছাসেবকরা কোয়ারেন্টাইনে থাকা লোকজনের দেখভাল করেন।
চট্টগ্রাম-১১ আসনের ২৬৩ টি মসজিদ এর ৫১২ জন ইমাম মুয়াজ্জিনদের মাঝে জনপ্রতি ২৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি করে চিনি বিতরণ করা হয়েছে। নির্বাচনী এলাকার ইমাম মুয়াজ্জিনদের কল্যাণে ২০১৮ সালে সাংসদ লতিফ প্রতিষ্ঠা করেন ‘স্বাধীনতা ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ।’ সংগঠনটি এসব পণ্য বিতরণ করেছেন। সংগঠনের আহবায়ক আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বায়তুল আমিন জামে মসজিদের খতিব অধ্যাপক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আতিকুল্লাহ ও সদস্য সচিব ৪০ নং ওয়ার্ড পশ্চিম মুসলিমাবাদ এলাকার আলহাজ্ব হাফিজুরর রহমান জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা মুহাম্মদ এখলাছুর রহমান ইমাম মুয়াজ্জিনদের কল্যানে বিভিন্ন সময়ে এমপি মহোদয়ের গৃহীত পদক্ষেপ সমূহের জন্য কৃতজ্ঞতা জানান।
নির্বাচনী এলাকার জনসাধারণের কাছে ৫০ টাকা লিটার দরে বিক্রি করা হচ্ছে দুধ। সুপার ফুড কর্মসূচির আওতায় ডিমও কম দরে বিক্রি করা হচ্ছে।