বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: আসন্ন টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে সাকিবের নেতৃত্বেই খেলবে টাইগাররা।
আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠক শেষে এই ঘোষণা দেন বোর্ডের পরিচালক ও ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। পরে তাকে অধিনায়ক করে ১৭ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
জালাল ইউনুস বলেন, সাকিব আল হাসান আমাদের সেরা খেলোয়াড়। আমরা তাকে ‘ওউন’ করি। বিসিবি সভাপতির সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে আমরা তাকে অধিনায়ক করা হয়েছে।
সম্প্রতি আন্তর্জাতিক জুয়াড়ী প্রতিষ্ঠান বেটউইনার এর অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার নিউজের পণ্যদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন। বাংলাদেশের আইনে যা সম্পূর্ণ বে-আইনী। বিসিবিও সেখানে প্রথম থেকেই ছিল কঠোর অবস্থানে। সাকিব প্রথমে অনড় থাকলেও ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে পারেন এই শঙ্কায় চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেন। প্রথমে মৌখিকভাবে ও পরে চিঠি দিয়ে তা জানান বিসিবিকে।