বিজনেসটুডে২৪ প্রতিনিধি
কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে শত শত মৃত ‘সাদা নুইন্যা’ বা ‘হোয়াইট টাইপ জেলিফিশ’ ভেসে আসছে। ভাটার সময় এসব জেলিফিশ সৈকতে দেখা গেছে। গত শুক্রবার ও শনিবার সকাল থেকে সৈকতের কলাতলী থেকে দরিয়ানগর পর্যন্ত কয়েকটি পয়েন্টে এসব মৃত জেলিফিশের দেখা মিলছে। খবর পেয়ে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের কর্মকর্তারা গিয়ে মৃত জেলিফিশের নমুনা সংগ্রহ করেছেন।
ইনস্টিটিউটের মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দার বলেন, ‘শুক্রবার সকালে সৈকতের বিভিন্ন পয়েন্টে অসংখ্য মৃত জেলিফিশ ভেসে আসতে দেখা গেছে। ভাটার সময় এসব জেলিফিশ দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো জেলেদের জালে আটকা পড়ে মারা যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এগুলো হোয়াইট টাইপ জেলিফিশ। যার বৈজ্ঞানিক নাম Lobonemoides robustus. এসব জেলিফিশের অন্যতম বিচরণ ক্ষেত্র বঙ্গোপসাগর। এটি প্রাণঘাতী কোনো জেলিফিশ না হলেও এর কর্ষিকার সংস্পর্শে সামান্য জ্বালাপোড়া হতে পারে।’ এর আগে আগস্টের শুরুতে দুই দফায় আরও অসংখ্য মৃত জেলিফিশ ভেসে এসেছিল।
।