Home Second Lead সীমিত পরিসরে চলবে গণপরিবহনও

সীমিত পরিসরে চলবে গণপরিবহনও

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: আগামী ৩১ মে থেকে সরকারি অফিস খোলার পাশাপাশি গণপরিবহণও সীমিত পরিসরে চলবে।

বুধবার রাতে তা জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। জানান, স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক যাত্রী নিয়ে গণপরিবহনগুলো আগামী ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সারা দেশে চলাচল করতে পারবে। এর আগে তিনি সন্ধ্যায় জানিয়েছিলেন, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সাধারণ ছুটির মেয়াদ আর বাড়ছে না। ৩১ মে থেকে অফিস খুলবে সীমিত পরিসরে। তখন তিনি এও বলেছিলেন যে গণপরিবহণ আপাতত চালু হচ্ছে না, তা ১৫ জুন পর্যন্ত বন্ধই থাকছে।

৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার

নতুন করে ছুটির মেয়াদ না বাড়িয়ে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধিসহ বেশ কয়েকটি শর্ত মেনে সীমিত পরিসরে অফিস চালুর বিষয়ে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন।

১৫ জুন পর্যন্ত সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিজ নিজ ব্যবস্থাপনায় সীমিত আকারে চলবে

বয়স্ক, অসুস্থ এবং সন্তান সম্ভবাদের সময় অফিসে আসা যাবে না

তবে অফিস খুললেও শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হয়নি; ফলে এগুলো ১৫ জুন পর্যন্ত বন্ধই থাকছে। প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে, তবে অনলাইন বা ভার্চুয়াল ক্লাস চলবে