Home Second Lead দাম বেড়েছে সাবান ও ডিটারজেন্টের

দাম বেড়েছে সাবান ও ডিটারজেন্টের

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

যশোর: নিত্যপণ্যের পাশাপাশি সাবান ও ডিটারজেন্টের দামও বেড়ে গেছে। আর তা নিম্ন ও মধ্যবিত্তের জন্য মড়ার ওপর খাড়ার ঘায়ে পরিণত হয়েছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় সব ধরনের জিনিসের দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের।
যশোরের বাজারে জিনিসের দাম বৃদ্ধির তালিকায় যুক্ত হয়েছে সাবান ও ডিটারজেন্টের নাম। শহরের বিভিন্ন মুদি দোকানে বেশি দামে সাবান এবং ডিটারজেন্ট বিক্রি হচ্ছে। বর্তমানে ইউনিলিভারের দু’ কেজি রিন ওয়াশিং পাউডার বিক্রি হচ্ছে ৩৯০ টাকায়। দু’সপ্তাহ আগে যা বিক্রি হয় ৩৩০ টাকায়। এক কেজি রিন পাউডার বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। যার পূর্ব মূল্য ছিল ১৫০। আধা কেজি রিন পাউডারের বর্তমান দাম ৯০ টাকা। যার পূর্ব মূল্য ছিল ৭৫ টাকা। আড়াইশ’ গ্রাম রিন পাউডারের দাম ৩৫ টাকা। পূর্বে ছিল ২৫ টাকা। দু’ কেজি হুইল ওয়াশিং পাউডার বিক্রি হচ্ছে ২২০ টাকায়। যা দু’ সপ্তাহ আগে বিক্রি হয় ২০০ টাকায়। ওই সময় এক কেজি হুইল ওয়াশিং পাউডার বিক্রি হয় ১০৫ টাকায়। যার বর্তমান মূল্য ১৩০ টাকা। বর্তমানে আধা কেজি হুইল ওয়াশিং পাউডার বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। যা সপ্তাহ দুয়েক আগে বিক্রি হয় ৫৫ টাকায়। আড়াইশ’ গ্রাম হুইল পাউডার বিক্রি হচ্ছে ২৫ টাকায়। যার পূর্ব মূল্য ছিল ২০ টাকা। দু’ কেজি ঘড়ি ওয়াশিং পাউডার ২৪৫ টাকার স্থলে বর্তমানে বিক্রি হচ্ছে ২৬৫ টাকায়। এক কেজি ঘড়ি ওয়াশিং পাউডার ৯০ টাকার স্থলে বিক্রি হচ্ছে ১০৫ টাকায়। আধা কেজি ঘড়ি ওয়াশিং পাউডার ৫০ টাকার পরিবর্তে বিক্রি হচ্ছে ৬০ টাকায়।
ক্রেতা লুবনা মরিয়ম বলেন, সংসারের খরচ যেভাবে বাড়ছে তাতে সামনের দিনগুলো কীভাবে কাটবে তাই ভাবছি। অন্যদিকে, বর্তমানে ১৫০ গ্রাম লাক্স ও লাইফবয় সাবান বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। যা সপ্তাহ দুয়েক আগে ৬৫ টাকায় বিক্রি হয়। লাক্স ১০০ গ্রাম ৪৫ টাকার স্থলে বর্তমানে বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। ১৫০ গ্রাম মেরিল সাবান ৬৫ টাকার পরিবর্তে বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। ৭৫ গ্রাম মেরিল সাবান বিক্রি হচ্ছে ৫০ টাকায়। যার পূর্ব মূল্য ছিল ৪৫ টাকা। ১৫০ গ্রাম কেয়া সাবান ৬০ টাকার পরিবর্তে বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। ১২৫ গ্রাম স্যাভলন ও ডেটল সাবান ৬৫ টাকার স্থলে বর্তমানে বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। এছাড়া কিউট ১২৫ গ্রাম বিক্রি হচ্ছে ৪৫ টাকার স্থলে ৫০ টাকায়। তিব্বত সাবান ১০০ গ্রাম বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। দু’ সপ্তাহ আগে তিব্বত সাবান বিক্রি হয় ৩৮টাকায়।
বড় বাজারের মুদি দোকানি শিমুল হোসেন বলেন, এর আগে একসাথে সব পণ্যর দাম বেড়ে যাওয়ার ঘটনা তেমন ঘটেনি। জ্বালানি তেলের দাম না কমা পর্যন্ত এ অবস্থা বদলাবে না। মুদি দোকানি চিন্ময় ঘোষ বলেন, নিত্যপণ্যের যে দাম আগে একটা পর্যায়ে ছিল। কিন্তু এখন যে অবস্থা চলছে তা কবে স্বাভাবিক হবে তা বলা কঠিন।