কালচারাল অ্যান্ড হেরিটেজ ঘোষিত সিআরবির প্রাণ-প্রকৃতি ধ্বংস করে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে নাগরিক সমাজ, চট্টগ্রামের প্রতিবাদী কর্মসূচি উপলক্ষে মঙ্গলবার আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, সিআরবি রক্ষায় চট্টগ্রামের মানুষ তথা সারাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ। চট্টগ্রামের ফুসফুস সিআরবি রক্ষায় আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চাই। হাসপাতাল হোক সেটা আমরা চাই। তবে সেটা কোনভাবেই সিআরবিতে নয়।
বক্তারা বলেন, সিআরবি চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সিআরবিতে হাসপাতাল নির্মিত হলে পরিবেশ দূষণ ঘটবে এবং পুরো সিআরবি এলাকাটির প্রাকৃতিক পরিবেশ ও সাংস্কৃতিক বলয় হুমকির মুখে পড়বে। মানুষের চেতনা, নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গি উপেক্ষা করে, প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে কোনো উন্নয়ন হতে পারে না।
অনুষ্ঠানে সিআরবির সবুজ ধ্বংসের প্রতিবাদে ছড়াকার আফম মোদাচ্ছের আলীর ছড়া বুলেটিন ‘আমার সবুজ আমার প্রাণ’ এর মোড়ক উন্মোচন করা হয়।
নাগরিক সমাজ, চট্টগ্রামের সদস্য সচিব প্রবীণ আইনজীবি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহজাহান, মিরসরাই উপজেলা আওয়ামলিীগের সহ সভাপতি সাখাওয়াত উল্লাহ রিপন, ছাত্ররীগ নেতা মায়মুন উদ্দিন মামুন, জাহিদ হাসান সায়মুন, মো. সোহেল, নারী উদ্যোক্তা সাহেলা আবেদীন রীমা প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সংস্কৃতি সংগঠক মফিজুর রহমান, মহানগর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, মুক্তিযোদ্ধা মো. ইউনুচ, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, নাট্য ব্যক্তিত্ব স্বপন মজুমদার, আবৃত্তি শিল্পী রাশেদ হাসান, কবি প্রফেসর হোসাইন কবির, জ্যেষ্ঠ সাংবাদিক শুকলাল দাশ, নারী নেত্রী ফারহানা আফরোজ আলম জেনিফা, এডভোকেট মাহবুবা রহমান, সাবেক ছাত্রনেতা আহিল সিরাজ, সাংবাদিক আমিনুল ইসলাম মুন্না, সাংবাদিক মহরম হোসাইন, ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম, ডা. আর কে রুবেল, শ্রমিক নেতা এডভোকেট তফাজ্জল হোসেন জিকু প্রমুখ।
সঙ্গীত পরিবেশন করেন চট্টগ্রাম মঞ্চ সঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি শিল্পী আলাউদ্দিন তাহের, শিল্পী নারায়ণ চন্দ্র দাশ, শিল্পী মনিরুল্লাহ কাদের , শিল্পী শামসুল হায়দার তুষার প্রমুখ। আবৃত্তি পরিবেশন করেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী মুজাহিদুল ইসলাম, শিল্পী অনির্বাণ চৌধুরী, শিল্পী প্রতীক বড়–য়া, শিল্পী মো. মোহাইমেনুল প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি