Home আইন-আদালত সিএনজির ইঞ্জিন বক্সে মিলল ১ লাখ ইয়াবা

সিএনজির ইঞ্জিন বক্সে মিলল ১ লাখ ইয়াবা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

কক্সবাজার: রামুতে তল্লাশি চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশার ইঞ্জিন বক্স থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কক্সবাজার গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় চালককেএকজনকে গ্রেপ্তার করা হয়।

তার নাম- হাফেজ আহমদ (৩৫)। বান্দরবানের রুমা উপজেলার রুমকি গ্রামের মৃত আব্দুল হাফেজের ছেলে তিনি।

শনিবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

তিনি জানান, ‘শনিবার ভোররাত থেকে গোপন তথ্যের ভিত্তিতে ঈদগাঁও-ঈদগড় সড়কের ছেনুছড়ায় চেকপোস্ট বসানো হয়। তা চলে সকালে সাড়ে ৯টা পর্যন্ত। এরপর ঈদগড়ের দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে থামানো হয়। সেটি তল্লাশিকালে ইঞ্জিন বক্সের ভেতর থেকে এক লাখ পিস ইয়াবা পাওয়া যায়। পরে সিএনজিচালক হাফেজ আহমেদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা পাচারের কথা স্বীকার করে।’

তিনি জানান, ‘মাদক ব্যবসায়ীরা ওই সড়ককে ইয়াবা পাচারের নতুন রুট হিসেবে ব্যবহার করছে। এদের চিহ্নিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া এক লাখ ইয়াবা পাচারের সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলার প্রস্তুতি চলছে। সিএনজিটিও জব্দ করা হয়েছে।’