Home First Lead সিএন্ডএফ এজেন্টদের কর্মসূচি প্রত্যাহার, কাস্টম হাউস স্বাভাবিক

সিএন্ডএফ এজেন্টদের কর্মসূচি প্রত্যাহার, কাস্টম হাউস স্বাভাবিক

আজ কাস্টম হাউসের বাইরে সিএন্ডএফ এজেন্টদের অবস্থান

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: সিএন্ডএফ এজেন্টরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন। কাস্টম হাউস পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ কে এম আলতাফ হোসেন বাচ্চু জানিয়েছেন, কাস্টম হাউস প্রশাসনের সাথে সন্তোষজন আলোচনা হয়েছে। বিকেল সাড়ে ৫ টায় অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেয়া হয়েছে। গত রবিবার যে পত্রটি জাতীয় রাজস্ব বোর্ডে পাঠানো হয়েছে সেটা স্থগিত থাকবে। বিষয়টি নিয়ে চিটগাং চেম্বার, সি এন্ড এফ এজেন্টস এসোসিয়েশন এবং ফ্রেইট ফরওয়ার্ডারদের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে।

কাস্টম হাউস থেকে রবিবার জাতীয় রাজস্ব বোর্ডে পাঠানো এক পত্রে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিকারক ধরনের চালান খালাসে সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে লাইসেন্স বাতিলের কথা জানানো হয়। এটা জানাজানি হতেই বিভিন্ন অভিযোগ তুলে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়। আজ সকাল থেকে এই কর্মসূচি পালনের ফলে কাস্টম হাউসে শুল্কায়ণ কার্যক্রম অচল হয়ে পড়ে।

এসোসিয়েশনের এক কর্মকর্তা জানান, চট্টগ্রাম  ভিত্তিক  আমদানিকারকদের প্রতি বৈষম্যমূলক আচরণ, দুর্নীতিবাজ কর্তাদের পৃষ্ঠপোষকতা, সিএন্ডএফ কর্মচারিদের প্রতি দুর্ব্যবহারের প্রতিবাদে তারা কাজ বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন।