বিজনেসটুডে ২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: সিটি কর্পোরেশন নির্বাচনে নানা কারণে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত ৮ জন কাউন্সিলর প্রার্থী হাসলেন শেষ হাসি।
মনোনয়ন বঞ্চিত ৮ বিজয়ী কাউন্সিলর হলেন, ২ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু, ৩ নম্বর ওয়ার্ডে হাজী শফিকুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডে এসরারুল হক, ৩৩ নম্বর ওয়ার্ডে হাসান মুরাদ বিপ্লব, ৯ নম্বর ওয়ার্ডে জহুরুল আলম জসিম, ৩৬ নম্বর ওয়ার্ডে মোরশেদ আলী, ২৬ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ ইলিয়াস, সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে ফেরদৌস বেগম মুন্নী।
এবারের চসিক নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনায় ছিল ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের নির্বাচন। সেখানে সবচেয়ে হটফেভারিট যুবলীগ নেতা সদ্য সাবেক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবকে সমর্থন না দিয়ে নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দিনকে সমর্থন দেয় আওয়ামী লীগ। লড়াইয়ে জিতেছেন হাসান মুরাদ বিপ্লব।
২ নম্বর ওয়ার্ডে সাহেদ ইকবাল বাবু প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিএনপির ইয়াকুব চৌধুরীর পাশাপাশি আওয়ামী লীগ সমর্থিত মোহাম্মদ ইব্রাহিমের সাথে। সেই লড়াইয়ে জিতেছেন কথিত বিদ্রোহী প্রার্থী সাহেদ ইকবাল বাবুই।
৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের প্রবীণ নেতা হাজী শফিকুল ইসলাম দলের মনোনয়ন না পেলেও ভোটের লড়াইয়ে জিতেছেন তিনিই। বিএনপি প্রার্থীর পাশাপাশি লড়েছেন সদ্য সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের প্রার্থী কফিল উদ্দিন খানের বিরুদ্ধে।
৪ নম্বর ওয়ার্ডে এসরারুল হকের দীর্ঘদিন ধরে অবস্থান থাকলেও কোনও পদ পদবীতে ছিলেন না তিনি। তবুও যুবলীগ-ছাত্রলীগের সাথে ছিলেন তিনি। এবার চান্দগাঁও ওয়ার্ডে বিএনপির মাহবুবুল আলমের পাশাপাশি আওয়ামী লীগের মনোনীত ও সদ্য সাবেক কাউন্সিলর সাইফুদ্দীন খালেদ ও সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ভাতিজা আনিসুর রহমানের সাথে লড়েছেন ভোটের লড়াইয়ে। তবে সবাইকে চমকে দিয়ে প্রথমবারের ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন যুবনেতা এসরারুল হক।
গায়ে বিদ্রোহীর তকমা নিয়ে ৯ নম্বর উত্তর পাহাড়তলীতে জসিম উদ্দিন বিপুল ভোটে জিতেছেন।
৩৬ নম্বর ওয়ার্ডে দল থেকে হাজী জাহাঙ্গীর আলমকে মনোনয়ন দেওয়া হলেও বিজয়ী হয়েছেন বিদ্রোহী প্রার্থী মোর্শেদ আলী।
২৬ নম্বর ওয়ার্ডে নগর আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক মোহাম্মদ হোসেনকে পরাজিত করে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লায়ন মোহাম্মদ ইলিয়াস।
সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বিদ্রোহী প্রার্থী ফেরদৌস বেগম মুন্নী (আনারস)।