বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: সিরামিক ব্যবসায় বিনিয়োগে যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত এসএস স্টীল লিমিটেড।
সাউথইস্ট ইউনিয়ন সিরামিক ইন্ডাস্ট্রিজ খুলনা বিভাগের বাগেরহাট জেলার কাটাখালিতে অবস্থিত। প্রতিষ্ঠানটিতে প্রতি বছর ৯ কোটি ৬০ লাখ স্কয়ার ফিক পণ্য উৎপাদন হয়।
কোম্পানির রিচালনা পর্ষদ সিরামিক ব্যবসায় বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি চায়না-বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠান সাউথইস্ট ইউনিয়ন সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র জানায়, এই বিনিয়োগের মাধ্যমে সাউথইস্ট ইউনিয়ন সিরামিক ইন্ডাস্ট্রিজের ৭৫ শতাংশ শেয়ারের মালিক হবে এসএস স্টিল।
সাউথইস্ট ইউনিয়ন সিরামিক ইন্ডাস্ট্রিজে বিনিয়োগের জন্য শেয়ারহোল্ডারদের কাছ থেকে অনুমতি নেয়ার জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে এসএস স্টিল।