Home বিনোদন সিলেটি নাটক ‘মাতাত উটিগেছে’

সিলেটি নাটক ‘মাতাত উটিগেছে’

মাতাত উটিগেছে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

সিলেট: সিলেট- এর অহংকার ও কৃতি সন্তান চিত্র জগতের ফ‍্যাশন আইকন নায়ক সালমান শাহ কে নিয়ে সিলেটি ভাষায় নির্মিত হয়েছে  নাটক “মাতাত উটিগেছে”। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন এ সময়ের জনপ্রিয় নির্মাতা প্রযোজক পরিচালক সোলেমান হোসেন চুন্নু।

“মাতাত উটিগেছে” অভিনয়ে করেন  শামিম আহমদ বাদশা, ফখরুল ইসলাম, জাহানারা জানু, সোনিয়া আক্তার, সাবানা বেগম, রেজাউল করিম, ও জীবন আহমদ।চিএ ধারন করেন -বেলাল আহমদ, রুপ সজ্ঞায়-দীপন, সম্পাদনায়-এলিট ভিশন, মিউজিক -এস কে ফাহিম, মোশারফ পারভেজ।

নাটকটিতে চিত্রনায়ক সালমান শাহ’র কিছু অন্ধ ভক্ত তার আবেগ এর কথা তুলে ধরেছেন। চিএায়িত সিলেট নাটক “মাতাত উটিগেছে” সিলেটের বিভিন্ন লকেশনে কাজ করা হয়েছে। নির্মাতা সুলেমান হোসেন চুনু বলেন অনেক সুন্দর ও স্মৃতিচারণ করা নাটকটি আপনারা যারা দর্শক আছেন এবং সালমান শাহ কে ভালোবাসেন তারা অব‍‍্যশই নাটকটি দেখবেন। আশা করি নাটকটি দর্শক জনপ্রিয়তা পাবে এবং আপনাদের ভাল লাগবে।