বিজনেসটুডে২৪ প্রতিনিধি
কলকাতা: রপ্তানি বন্ধ করায় ৩০ কোটি টাকার পেঁয়াজভর্তি প্রায় ৩০০ ট্রাক ট্রাক বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তে দাঁড়িয়ে আছে এক সপ্তাহ ধরে। এসব পেঁয়াজে পচন ধরেছে।
বাংলাদেশে রপ্তানির জন্য বিভিন্ন রাজ্য থেকে পেঁয়াজ নিয়ে ট্রাকগুলো সীমান্তে পৌঁছে। কিন্তু ১৪ সেপ্টেম্বর রপ্তানি বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার। এতে ট্রাকগুলো আটকে পড়ে। এগুলো ফিরেও যেতে পারছে না, আবার ওপারেও যেতে পারছে না। এ অবস্থার মধ্যে পচন ধরেছে পেঁয়াজে।
পেঁয়াজ ব্যবসায়ী থেকে শুরু করে ট্রাকের চালক ও খালাসিরা কেন্দ্রীয় সরকারের এমন হঠাৎ সিদ্ধান্তে চরম সমস্যায় পড়ে গেছেন। পেঁয়াজ ব্যবসায়ী ও ট্রাক চালকরা বলছেন এই দাবদাহে গাড়িতে থাকা প্রতিটি পেঁয়াজের বস্তায় প্রায় ৪০ শতাংশ পেঁয়াজে পচন ধরতে শুরু হয়েছে। যত সময় যাচ্ছে তত ক্ষতি লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রতিদিন এক থেকে দু’কোটি টাকার ক্ষতি হচ্ছে।
জোগান ঠিক রাখতে রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেয় কেন্দ্র। কিন্তু বাস্তবে আবার এই সিদ্ধান্তের জন্য পেঁয়াজে পচন ধরায় সঙ্কটে পড়েছেন ব্যবসায়ীরা।