Home Third Lead মহাকাশ ছেড়ে পৃথিবীর পথে সুনীতাদের যাত্রা শুরু

মহাকাশ ছেড়ে পৃথিবীর পথে সুনীতাদের যাত্রা শুরু

বিজনেসটুডে২৪ ডেস্ক: দীর্ঘ অপেক্ষার অবসান। মহাকাশ স্টেশনকে বিদায় জানিয়ে পৃথিবীর উদ্দেশে যাত্রা হলো সুনীতাদের। বাংলাদেশ সময় ১১ টার পরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে পৃথিবীর উদ্দেশে রওনা দেয় স্পেসএক্সের ড্রাগন যান। স্পেসএক্সের ড্রাগন যানেই ঘরে ফিরছেন সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর।

২০২৪-এর জুন মাসে মহাকাশে গিয়েছিলেন তাঁরা। বিপত্তির শুরু বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার পর। তারপর থেকে বারবার আইএসএস থেকে বিশ্বে ফেরার পরিকল্পনা হলেও নানা কারণে আটকে গিয়েছে তা।

অবশেষে প্রতীক্ষার অবসান। মহাকাশ স্টেশনকে বিদায় জানিয়ে ঘরের পথে পাড়ি দিলেন সুনীতারা। সব ঠিক থাকলে তাঁরা মঙ্গলবার EDT সময় অনুযায়ী সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে (বাংলাদেশ সময় অনুযায়ী বুধবার ভোর ৪টা ৫৭ মিনিটে) ফ্লোরিডার উপকূলে অবতরণ করবেন।

সুনীতাদের ঘরে ফেরার অপেক্ষা বিশ্বের। আর ঠিক সেই কারণেই গোটা বিশ্ব তাঁদের ঘরের ফেরার প্রতিটি মুহূর্ত দেখতে পাবেন চাইলেই। নাসা ইতিমধ্যেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে স্পেসএক্স ক্রু-৯-এর পৃথিবীতে প্রত্যাবর্তনের সরাসরি সম্প্রচার শুরু করেছে, যার শুরু ড্রাগন মহাকাশযানের হ্যাচ বন্ধ করার প্রস্তুতি থেকে। হ্যাচ বন্ধ করার প্রস্তুতি সোমবার সন্ধে থেকে শুরু হয়েছে।