ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উল্টে দিতে টেক্সাস অঙ্গরাজ্য থেকে করা ট্রাম্পের মামলা শুক্রবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার টেক্সাসের এর্টনী জেনারেল কেন প্যাক্সটোন চার অঙ্গরাজ্য মিশিগান, জর্জিয়া, পেনসিলভেনিয়া ও উইসকনসিনের নির্বাচনী ফলাফলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন।
ফল উল্টে দিতে একের পর এক প্রচেষ্টা চালিয়ে যাওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্যে এটি সর্বশেষ নতুন ধাক্কা।
বাইডেনের মুখপাত্র মাইক গুইন বলেছেন, সুপ্রিম কোটের্র রায়ে অবাক হওয়ার কিছু নেই।
সুপ্রিম কোর্টে ট্রাম্পের নিয়োগ দেয়া তিনজনসহ নয় বিচারপতির প্যানেল সংক্ষিপ্ত আদেশে এ মামলা খারিজ করে দিয়েছে। মামলার আইনগত কোনো গ্রহণযোগ্যতা নেই বলে তারা উল্লেখ করে তারা বলেন, আদালতের এই সিদ্ধান্ত গুরুত্বের সঙ্গে এটাই আমাদের পুণরায় স্মরণ করিয়ে দিচ্ছে যে আমরা আইনের জাতি। কেউ ব্যক্তিগত কারো ইচ্ছের প্রতি মাথা নোয়ালেও আদালত তা করবে না।
ইলেক্টোরাল কলেজ ১৪ ডিসেম্বর বাইডেনের জয়কে নিশ্চিত করবে এবং ২০ জানুয়ারি শপথ নেবেন।
-বিজনেসটুডে২৪ ডেস্ক