Home Third Lead সুস্থ্তার সংবাদে গড়িয়ে পড়ে চোখের জল

সুস্থ্তার সংবাদে গড়িয়ে পড়ে চোখের জল


*আমাদের সার্ভিস অনেকদিন মনে রাখবেন রোগীরা: জামাল উদ্দিন 

নাজমুল হোসেন

চট্টগ্রাম: করোনার নাম শুনলে যেন কম্পন উঠে বুকে। এ জনমে যদি বেঁচে যাই সংক্রমনের এই ধরা থেকে। সংক্রমণ থেকে সেরে উঠতে ছুটাছুটি হাসপাতাল থেকে হাসপাতালে। খালি নেই কোনো সিট।
অক্সিজেনসহ আইসিউর হাহাকার। এমন সময় হাত বাড়িয়ে দেয় ‘সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালটি’। করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা সেবায় সুস্থ্তার সংবাদ স্বজনদের কাছে পৌঁছানোর সাথে সাথে চোখ দিয়ে গড়িয়ে পড়ে জল।
যেন এই জনমে আবার নতুন জীবন পেলাম। চেষ্টার ত্রুটি নেই করোনা রোগীদের চিকিৎসা সেবা দেওয়া চিকিৎসকদের। তারপর বিশ্বাস আর ভরসা আল্লাহর উপর। কেননা রাখে আল্লাহ মারে কে?


সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালের সমন্বয়ক জামাল উদ্দিন বিজনেসটুডে২৪কে জানান, প্রতিদিন শহরের বিভিন্ন এলাকা থেকে এম্বুলেন্সে আনা হচ্ছে রোগী। আবার কোন রোগীকে ছুটি দেয়া হচ্ছে করোনা নেগেটিভ রিপোর্ট হাতে। প্রতিদিন কোন না কোন রুগী আসছে আমাদের হাসপাতালে, কেউ চলে যাচ্ছে প্রিয় ঘরে। মাঝে আমাদের হাসপাতালে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে রোগীকে সুস্থ করে তোলার পাশাপাশি আরো বেশি স্বাস্থ্যবান করে তোলা। 
রোগীদের যখন আমরা বলি, আপনি সুস্থ হয়ে গেছেন , করোনা নেগেটিভ এসেছে আপনার, ঘরে ফেরার আর বাঁধা নেই, নিরাপদ আপনি। এমন ম্যাসেজে চোখের জল গড়িয়ে আসে রোগীর।

তিনি আরো জানান, আমাদের ডাক্তার-নার্স এবং ওয়ার্ড বয়দের জন্য এটা একটা অর্জন। এক এক করে রোগীরা হাসিমুখে ঘরে ফিরে যাচ্ছে, এটাই সুখের বার্তা। আশা করি, আমাদের দেয়া সার্ভিস অনেকদিন মনে রাখবেন এখানে আসা রোগীরা।  
একজন করোনা আক্রান্ত রোগীর চিকিৎসার পাশাপাশি মানসিক সুস্থতার বিষয়টি মাথায় রেখে আমরা হাসপাতালটি সাজিয়েছি। এখানে চিকিৎসা নিতে এক টাকাও গুণতে হবে না। রোগীরা এখানে পুরোপুরি একটা পারিবারিক পরিবেশ পাবে। হাসপাতালটিতে আন্তরিকতা ও ভালবাসার কোন কমতি নেই বলে জানান তিনি।