বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে চলছে লেনদেন। লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। লেনদেনের শুরু থেকেই সেল প্রেসারে নামতে থাকে সূচক। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮২ কোটি টাকা।
রবিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৮৯৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১১৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭০৬ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩টির, দর কমেছে ১৪৫টির এবং দর পরিবর্তীত রয়েছে ৮৩টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪৮২ কোটি ৩৬ লাখ ৩৬ হাজার টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ০.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৪৭০ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ২০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৮টির, দর কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১০ কোটি ২৯ লাখ ৩৩ হাজার টাকা।