Home সারাদেশ কুয়াকাটায় বিশাল দুটি সেইল ফিস

কুয়াকাটায় বিশাল দুটি সেইল ফিস

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

কলাপাড়া ( পটুয়াখালী):কুয়াকাটায় বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়লো বিশাল আকৃতির দুটি সেইল ফিস।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে বিক্রির জন্য মাছ দুটিকে মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের কাছে এগুলো ‘পাখি মাছ’ হিসেবে পরিচিত।
মাছ দুটো মহিপুরের এক ব্যবসায়ী আট হাজার টাকায় কিনে নেন।
প্রায় দশ ফুট লম্বা পাখির মতো বিশাল ঠোঁট ও শরীরের দুই পাশে পালকের মতো থাকায় এ মাছের মূল্য অনেক হলেও কলাপাড়ায় এ মাছ বিক্রি হয় না। মাছ দুটির ওজন ৪০ কেজিরও বেশি।
জেলেরা জানান, গভীর সমুদ্রে দ্রুতগামী মাছ অনেক সময় জাল ভেদ করে চলে যায় তাদের গতির কারণে। তাই এ মাছ জালে খুব কম ধরা পড়ে। গভীর সমুদ্রে এ মাছ বেশি দেখা যায়। তাই মাছ দুটি বাজারে বিক্রির জন্য নিয়ে আসায় বহু মানুষ ভিড় করে।
তবে মাছ দুটির দাম বেশি হওয়ায় ক্রেতারা আগ্রহ না দেখানোয় আড়তে বিক্রি করে দেয় জেলেরা।
মৎস্য ব্যবসায়ীরা জানান, এ প্রজাতির মাছ ১৫ থেকে ২০ ফুট পর্যন্ত লম্বা হয়। এ মাছ খুবই সুস্বাদু, তাই এ মাছের অন্যান্য দেশে ব্যাপক চাহিদা রয়েছে।