Home শেয়ারবাজার সেনসেক্স নিফটির রেকর্ড উত্থান

সেনসেক্স নিফটির রেকর্ড উত্থান

মুম্বই: ভারতজুড়ে নানা প্রান্তে যেখানে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তাল হয়েছে সেখানে শেয়ারবাজারের সূচকের উত্থান অব্যাহত রয়েছে ৷ বৃহস্পতিবার কলকাতা মুম্বইতে মিছিল মিটিং মারপথ প্রতিবাদ চলে ৷ যদিও দিল্লি লখনউ বেঙ্গলুরুতে প্রতিবাদের জেরে রীতিমতো অশান্তি লক্ষ্য করা গিয়েছে৷ কিন্তু সেখানে বৃহস্পতিবার নিয়ে টানা তিনদিন ধরে শেয়ার বাজারের উত্থানের লক্ষ্য করা গিয়েছে৷

এদিন বাজার বন্ধের সময় সেনসেক্স গত দিনের তুলনায় ১১৫.৩৪ পয়েন্ট উঠে অবস্থান করছে ৪১,৬৭৩.৩৪ পয়েন্টে যদিও দিনের মধ্যে সর্বোচ্চ অবস্থান ছিল ৪১,৬৮৫.০২ পয়েন্টে৷ একই রকম ভাবে নিফটি গত দিনের তুলনায় ৩৮.০৫ পয়েন্ট উঠে অবস্থান করছে ১২,২৫৯.৭০ পয়েন্টে যেখানে দিনের মধ্যে তা সর্বোচ্চ অবস্থান ছিল ১২,২৬১.২৫ পয়েন্টে৷

এদিন বিএসই-তে ১২৫১টি শেয়ারের দাম বেড়েছে এবং ১২৪১টি শেয়ারের দাম কমেছে ৷ এছাড়া ১৭৩ টি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে ৷ অন্যদিকে নিফটি-৫০এর ২৭টি শেয়ারের দাম বেড়েছে এবং ২৩টি শেয়ারের দাম কমেছে ৷
শেয়ার বাজারের এমন অবস্থান জন্য বাজার বিশেষজ্ঞরা আন্তর্জাতিক প্রভাবকেই কারণ মনে করছে বিশেষত চিন-মার্কিন বাণিজ্যে ইতিবাচক দিক এখানকার শেয়ার বাজারকেও ঠেলে তুলছে ৷ বৃহস্পতিবার নিয়ে টানা তিনদিন ধরে শেয়ারবাজারের সূচক উপরে উঠল কারণ চিন মার্কিন পণ্যের উপর শুল্ক ছাড় দিয়েছে ৷

এদিকে গতকাল বুধবার জিএসটি কাউন্সিলের ৩৮তম বৈঠকে ভোট করে ঠিক হয়েছে লটারির উপর ২৮ শতাংশ জিএসটি চাপবে৷ যা আগামী বছরের মার্চ থেকে হবে বলে জানা গিয়েছে ৷

এদিকে প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রাহ্মণিয়াম বিস্ময় প্রকাশ করেছেন, যেখানে দেশের অর্থনৈতিক সূচকগুলি নেতিবাচক ইঙ্গিত দিচ্ছে সেখানে কেমন করে শেয়ার বাজারের এমন উত্থান ঘটছে ? তাঁর কাছে  গোটা বিষয়টাই ধাঁধা মতো লাগছে ৷