বিজনেসটুডে২৪ প্রতিনিধি
কক্সবাজার: শনিবার ভোররাতে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সমুদ্র উপকূলে অভিযান চালিয়ে ১ লাখ ৩৪ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় ইয়াবা পাচারকারী চক্রের ৮ সদস্যসহ একটি ফিশিং ট্রলার জব্দ করে কোস্টগার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া বিভাগের কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মিয়ানমার থেকে সমুদ্র পথে সেন্টমার্টিন দ্বীপ উপকূল দিয়ে ইয়াবার চালান পাচারের সংবাদে কোস্টগার্ডের একটি আভিযানিক দল ভোর রাতে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের কাছে অবস্থান নেয়।এ সময় মিয়ানমার উপকূল থেকে ছেড়াদ্বীপের কাছাকাছি একটি ফিশিং ট্রলার আসতে দেখে কোস্টগার্ডের টিম তা আটক করে। সেখানে তল্লাশি চালিয়ে ১ লাখ ৩৪ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করে। পাচারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে ট্রলার থেকে ৮ জনকে আটক করা হয়েছে। ইয়াবাসহ আটক ৮ জনকে দুপুরে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।