Home First Lead সিলেট ওসমানীতে ৩৪ কেজি সোনা উদ্ধার

সিলেট ওসমানীতে ৩৪ কেজি সোনা উদ্ধার

ওসমানীতে বিমান থেকে উদ্ধারকৃত সোনার হিসাব নিকাশ চলছে। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

সিলেট: ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে চোরাপথে আসা  এ যাবৎকালের সবচেয়ে বড় সোনার চালান ধরা পড়েছে। দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইট থেকে প্রায় ৩৪ কেজি পরিমাণ সোনা উদ্ধার হয়েছে বৃহস্পতিবার সকালে। এই সোনা চোরাচালানে জড়িত সন্দেহে ৯ যাত্রীকে আটক করে কাস্টমস হেফাজতে নেয়া হয়েছে।

কাস্টমস ইন্টেলিজেন্স, কাস্টমস এবং এনএসআইয়ের যৌথ অভিযানে উদ্ধার হলো চোরাপথে আসা সোনার বড় চালানটি। বিমানের টয়লেট এবং কযেকজন যাত্রীর কাছে এই সোনা পাওয়া গেছে। এসব সোনার মধ্যে রয়েছে ২৮০টি বার ও ছয়টি ডিম আকৃতির স্বর্ণখণ্ড।

কাস্টমস গোয়েন্দা বিভাগের ক্ষুদেবার্তায় জানানো হয়, সিলেট বিমানবন্দরে চার যাত্রীর কাছ থেকে এবং উড়োজাহাজের টয়লেট থেকে ৩২ কেজি ৬৫ গ্রাম সোনা (২৮০টি বার) এবং ৬টি ডিম (লিকুইড গোল্ড ১.৫ কেজি ) জব্দ করা হয়েছে।

বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা যায়, আজ সকাল ৮টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ দুবাই থেকে ওসমানীতে  অবতরণ করে। বিমানটি ঢাকায় যাওয়ার কথা ছিল। গোপন সংবাদ পেয়ে বিমানে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি করে  সোনা উদ্ধার হয়েছে। যাঁদের সন্দেহভাজন হিসেবে আটক করা হয়, তাঁরা ঢাকাগামী যাত্রী । ৯ যাত্রীকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়। তাঁদের মধ্যে কারা সোনা পাচারে জড়িত, সেটা অনুসন্ধান চলছে বলে জানান ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মো. সাজেদুল করিম।