বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন ( বিএসএএ )’র ( ২০২১-২০২৩ ) মেয়াদের জন্য নির্বাচিত কার্যকরী পরিষদ সোমবার ( ২৬ এপ্রিল ) দায়িত্বভার গ্রহণ করবে।
পুরাতন চেম্বার ভবনে বিএসএএ কার্যালয়ে দুপুর ১২ টায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বর্তমান কার্যকরী পরিষদ নতুন পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে। যারা সরাসরি উপস্থিত থাকতে পারবেন না, তারা অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হবেন।
গত ৪ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৪ পরিচালক পদের মধ্যে সৈয়দ মোহাম্মদ আরিফের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ অর্ডিনারি ক্যাটেগরিতে ১৬টির মধ্যে ১৪ টিতে এবং এসোসিয়েট ক্যাটেগরিতে ৮ পরিচালক পদের সব ক’টিতে বিজয়ী হয়। অপরদিকে, শাহেদ সরওয়ার গ্রুপ থেকে বিজয়ী হন তিনি নিজে এবং মোহাম্মদ আবদুল্লাহ জহির। জিতেছেন অর্ডিনারি ক্যাটেগরিতে।
পরিচালকদের ভোটে এএমএমএস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ আরিফ চেয়ারম্যান, এমজিএইচ গ্রুপের লাইনার ডিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ ইকবাল আলী সিনিয়র ভাইস-চেয়ারম্যান এবং কসকল শিপিং লাইন্স লিমিটেডের চেয়ারম্যান মো. রেয়াজ উদ্দিন খান ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।