Home নির্বাচন সোমবার সাদুল্লাপুরে ৮ ইউনিয়নে ভোটযুদ্ধ

সোমবার সাদুল্লাপুরে ৮ ইউনিয়নে ভোটযুদ্ধ

কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা হবে: পুলিশ সুপার 

বিজনেসটুডে২৪ সংবাদদাতা

গাইবান্ধা: ষষ্ঠ ধাপে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (৩১ জানুয়ারি) ভোটগ্রহণের লক্ষ্যে কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম।

রবিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় সাদুল্লাপুর উপজেলা পরিষদ চত্বর থেকে নির্বাচনী সরঞ্জমাগুলো কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাতে শুরু করেন আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার রসুলপুর, নলডাঙ্গা, দামোদরপুর, ফরিদপুর, ধাপেরহাট, ভাতগ্রাম, ইদিলপুর ও খোর্দ্দ কোমরপুর ইউনিয়নে সোমবার ইভিএম’র মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই সব ইউনিয়ন থেকে রাজনৈতিকভাবে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৮ জন, জাতীয় পার্টির ৫ জন, জাকের পার্টির ২ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ২ জন, জাসদের ১ জন ও স্বতন্ত্র হিসেবে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া মহিলা সংরক্ষিত পদে ১৫০ ও সাধারণ সদস্য পদে ৪১০ জন প্রার্থী রয়েছে।

উপজেলার ৮ ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ৭৯টি ও ৫৭১টি ভোটকক্ষ ১ লাখ ৭১ হাজার ৫৭২ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ৮৫ হাজার ৪১ জন ও নারী ৮৬ হাজার ৫৩১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এসব তথ্য নিশ্চিত করে সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা লুৎফর রহমান জানান, উপজেলার সবকটি ইউনিয়নে সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

অবাধ সুষ্ঠু- নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা হবে: পুলিশ সুপার

পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) ষষ্ঠ ধাপে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৮ ইউনিয়নে অনুষ্ঠিত হবে নির্বাচন। সোমবার (৩১ জানুয়ারি) এ নির্বাচন অবাধ,সুষ্ঠু  নিরপেক্ষ ভাবে সম্পন্ন করা হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে-শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে  সে লক্ষ্যে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

রবিবার (৩০ জানুয়ারি) সকাল ১১ টায় সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আইনশৃক্সখলা সংক্রান্ত নির্বাচনী ডিউটি ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোখসানা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফজিলা বেগম প্রমুখ।